‘নাতির জন্য বারবার মোবাইলে পিন কোড পরিবর্তন করতে হয়’
প্রকাশিতঃ 6:07 am | September 21, 2018
বিশেষ প্রতিবেদক, কালের আলো:
ডিজিটাল নিরাপত্তা আইন প্রসঙ্গে বক্তব্য দিতে গিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজের অভিজ্ঞতা বর্ণনা করা সংসদে বলেছেন, ছোট শিশুরা এতো স্মার্ট। আজকের একটা ঘটনা বলি। আমার নাতি, যার বয়স মাত্র চার বছর। আমার ফোনটা নিয়েই আমি যে পিন কোড দিয়ে রেখেছি। আমি কখন হয়তো খুলতে গেছি সেটা সে দেখে পিন কোড মুখস্থ করে ফেলেছে এবং ফোন নিয়ে সঙ্গে সঙ্গে খুলে ফেলেছে। খুলে সে বিভিন্ন গেম ডাউনলোড করেছে। পুরো ফোন ভরা গেম ডাউনলোডে।
বৃহস্পতিবার (২০ সেপ্টেম্বর) দশম জাতীয় সংসদের ২২তম অধিবেশনের সমাপনী বক্তৃতায় সংসদ নেতা একথা বলেন।
আরো পড়ুন
দেশের স্বার্থেই ডিজিটাল সিকিউরিটি আইন: প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী বলেন, ‘একটা শিশু গেম সে খেলতে শুরু করেছে। সেই গেমে লেখা আছে থার্টিন প্লাস। অবশ্য তার মা এসে সঙ্গে সঙ্গে ধরেছে যে, তুমি তো এটা খেলতে পারো না। কেবল চার বছর শেষে ৫ বছরের এটা তো তোমার জন্য না। অবশ্য অমন ভাবে খারাপ কিছু ছিলো না। কিন্ত তারপরও তাকে তো সেটা বুঝাতে হবে, শেখাতে হবে। অনেক বেশি স্মার্ট। বারবারই পিন কোড বদলাতে হয়। কখন যে তারা নিয়ে ফেলে, ধরে ফেলে, এই বাচ্চারা তাড়াতাড়ি নিয়ে ফেলে এদের নিরাপত্তা তো দরকার, এমন কোনো গেইম থাকা উচিৎ না।’
শেখ হাসিনা বলেন, যেসব বিষয় শিশুদের মনে খারাপ প্রভাব ফেলতে পারে। সে কারণে আমরা হয়তো আমাদের বাচ্চাদের সর্তক করি। আমরা নজরদারিতে রাখি কিন্তু সবাই তো তা করে না। টাকা হয়েছে, তাই শিশুদের হাতেও স্মার্টফোন দিয়ে দেয়। আমাদের সমাজকে রক্ষা করতে হবে। প্রত্যেকটা মানুষের চরিত্র রক্ষা করতে হবে।
তিনি বলেন, ‘শিশুরা যেন বিপথে না যায়, যুব সমাজ যেন বিপথে না যায়- সেদিকে বিবেচনাই করেই আমরা ডিজিটাল নিরাপত্তা বিল পাস করেছি। কাজেই এটা দুশ্চিন্তার হবার কিছু নেই। বরং যারা এগুলো বলছে, তাদের বলবো এই দেশে তো অনেক কিছু-ই ঘটে গেছে। অতীতেরগুলো চিন্তা করুক না, এখন কেমন হচ্ছে।’
কালের আলো/এমএইচএ