টঙ্গীতে ‘বন্দুকযুদ্ধে’ শীর্ষ মাদক ব্যবসায়ী নিহত
প্রকাশিতঃ 10:30 am | June 01, 2021

নিজস্ব সংবাদদাতা, কালের আলো:
গাজীপুরের টঙ্গীতে বন্দুকযুদ্ধে রোকন মিয়া (৩০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন বলে জানিয়েছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
সোমবার (৩১ মে) গভীর রাতে টঙ্গীর মাজার বস্তি এলাকায় এ ঘটনা ঘটে।
মঙ্গলবার (০১ জুন) র্যাব জানিয়েছে, রাতে মাজার বস্তি এলাকায় মাদক বেচাকেনা হচ্ছে এমন খবর পেয়ে অভিযান পরিচালনা করে তারা। এ সময় র্যাবের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ীরা গুলি করে। র্যাবও পাল্টা গুলি করলে রোকন নিহত হন।
এ সময় অন্য মাদক ব্যবসায়ীরা পালিয়ে গেলেও ঘটনাস্থল থেকে পিস্তল ও গুলি উদ্ধার করা হয়।
এরই মধ্যে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে।
কালের আলো/এসআরকে/এমএম