কুমিল্লায় বিদ্যুৎস্পৃষ্টে ৪ জনের মৃত্যু
প্রকাশিতঃ 2:35 pm | September 21, 2018
কালের আলো প্রতিবেদক:
কুমিল্লার নাঙ্গলকোটের মৌকারা ইউনিয়নে সিএনজিচালিত অটোরিকশার ওপর বৈদ্যুতিক তার ছিঁড়ে পড়লে চালকসহ চারজনের মৃত্যু হয়েছে।
তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি। আহত একজনকে লাঙ্গলকোট উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছে।
শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার মৌকারার বাগমারা এলাকায় এ ঘটনা ঘটে।
লাঙ্গলকোট থানার ওসি আশরাফুল ইসলাম আশরাফ সাংবাদিকদের বলেন, সিএনজিচালিত অটোরিকশার ওপর বৈদ্যুতিক তার ছিঁড়ে পড়ে ঘটনাস্থলেই চারজনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে সিএনজিচালিত অটোরিকশার চালক, এক শিশু ও দুজন নারী রয়েছেন।
লাশ উদ্ধার করে আপাতত থানায় রাখা হয়েছে বলে এ পুলিশ কর্মকর্তা জানান।
কালের আলো/এমএইচ