আবারও রিয়ালে ফিরছেন কার্লো আনচেলোত্তি
প্রকাশিতঃ 12:08 am | June 03, 2021
স্পোর্টস ডেস্ক, কালের আলোঃ
কদিন আগেই রিয়াল মাদ্রিদের কোচের পদ থেকে ইস্তফা দিয়েছেন জিনেদিন জিদান। এবার তাঁর ফেলে যাওয়া শূন্য স্থানে ছয় বছর পর আবারও রিয়ালের ডাগ আউটে ফিরছেন কার্লো আনচেলোত্তি।
২০১৩ সালে রিয়াল মাদ্রিদের ডাগ আউটের দায়িত্ব নেওয়ার পর ২০১৪ সালে দীর্ঘ ১২ বছর পর রিয়ালকে চ্যাম্পিয়নস লিগ এনে দিয়েছিলেন এই ইতালিয়ান কোচ। তবে রিয়ালকে লা ডেসিমা এনে দেওয়ার পরের মৌসুম শিরোপাহীন কাটানোয় বরখাস্ত হন কার্লো।
বর্তমানে আনচেলোত্তি এভারটনের কোচ হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তবে স্প্যানিশ সংবাদমাধ্যমগুলো নিশ্চিত করেছে ছয় বছর পর আবারও লস ব্ল্যাঙ্কোসদের ডাগ আউটে ফিরছেন এই ইতালিয়ান কিংবদন্তি কোচ।
বলা হচ্ছে ৬১ বছর বয়সি এই ইতালীয় কোচ জিনেদিন জিদানের মতো রিয়ালে ‘দ্বিতীয় ইনিংস’ শুরু করতে যাচ্ছেন।
এরআগে রিয়ালে দুই মৌসুমে নিজের ১১৯ ম্যাচের ৭৫ শতাংশ জিতেছিলেন আনচেলোত্তি। ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব এভারটনের সঙ্গে তার চুক্তি ২০২৪ পর্যন্ত। কিন্তু রিয়ালের প্রস্তাব ফিরিয়ে দেওয়া তার পক্ষে সম্ভব নয় বলে খবরে প্রকাশ।
কালের আলো/টিআরকে/এসআইএল