ফেসবুক-ইউটিউবের নিবন্ধন নিয়ে যা বলছে সরকার

প্রকাশিতঃ 11:53 pm | June 02, 2021

নিজস্ব সংবাদদাতা, কালের আলো:

নতুন ভ্যাট আইনে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, ইউটিউব ও সার্চ ইঞ্জিন গুগলের মতো জনপ্রিয় সাইটগুলোর ভ্যাট নিবন্ধন বাধ্যতামূলক করা হচ্ছে। নতুন আইনে বাংলাদেশে ব্যবসা পরিচালনায় তাদের ভ্যাট এজেন্ট নিয়োগ দিতে হবে। জাতীয় সংসদে বাজেট উত্থাপনের পরপরই এ সংক্রান্ত সার্কুলার জারি হবে।

বুধবার (২ জুন) সচিবালয়ে অনুষ্ঠিত আইনশৃঙ্খলা–সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে কমিটির সভাপতি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক এ কথা জানান।

তিনি বলেন, কে কোথা থেকে কী করে, তা পাওয়া যায় না। একজনের দোষের কারণে পাঁচজন সমালোচিত হয় বা পাঁচজন ক্ষতিগ্রস্ত হয়। তাই রেজিস্ট্রেশন হলে অপরাধী জবাবদিহির মধ্যে আসবে।

মন্ত্রী বলেন, গুগল ও অ্যামাজন ইতিমধ্যে ভ্যাটের আওতায় এসেছে, রেজিস্ট্রেশন করেছে। অন্য যারা করেনি, সেগুলোও যাতে রেজিস্ট্রেশনের আওতা আসে, তা তারা চান। সবারই জবাবদিহি থাকুক। এখানে যেমন অনেকেই ভালো কাজ করছে, আবার অল্পসংখ্যক আছে, যারা এমন সব তথ্য–উপাত্ত মিথ্যাচার করে, যেটা সবার জন্য, স্বাভাবিক জীবনযাত্রার জন্য হুমকিস্বরূপ। সে জন্য বলা হয়েছে, সবাই যেন রেজিস্ট্রেশন করে, আইনের আওতায় আসে। তারা তাদের স্বাধীনমতো কাজ করুক।

কালের আলো/আরএস/এমএইচএস