সিলেটে আবারও ভূমিকম্প

প্রকাশিতঃ 8:58 pm | June 07, 2021

কালের আলো সংবাদদাতা:

আবারও দুই দফা মৃদু ভূমিকম্পে কেঁপে উঠেছে সিলেট। সোমবার (৭ জুন) ভূমিকম্প অনুভূত হয়। তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির সংবাদ পাওয়া যায়নি।

বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট আবহাওয়া অধিদফতরের প্রধান আবহাওয়াবিদ সাঈদ আহমদ চৌধুরী। তিনি জানান, সর্বশেষ ভূকম্পনটি অনুভূত হয় সন্ধ্যা ৬টা ২৯ মিনিটে। সিলেট অঞ্চলেই এর উৎপত্তিস্থল। রিখটার স্কেলে মাত্রা ছিলো ৩ দশমিক ৮।

এর আগে সিলেটে গত ২৯ ও ৩০ মে কয়েক দফা ভূমিকম্প হয়েছে। সিলেটে সম্প্রতি কয়েক দফা ভূকম্পনের কারণে আতঙ্কে রয়েছেন বাসিন্দারা। সিলেট সিটি করপোরেশনের পক্ষ থেকে নগরের ঝুঁকিপূর্ণ ২৪টি ভবনের তালিকা প্রকাশ করা হয়েছে। অন্যদিকে ভূমিকম্পের কারণে ঝুঁকিপূর্ণ হয়ে ওঠায় সিলেট সিটি করপোরেশনের পক্ষ থেকে নগরের অভ্যন্তরে তিনটি বিপণিবিতান বন্ধ রাখা হয়েছে।

কালের আলো/আরএস/এমএইচএস