ছেত্রীর জোড়া গোলে ভারতের কাছে হার বাংলাদেশের

প্রকাশিতঃ 11:26 am | June 08, 2021

স্পোর্টস ডেস্ক, কালের আলোঃ

বিশ্বকাপ ফুটবল বাছাইয়ের ম্যাচে ভারতের কাছে ২-০ গোলে হেরেছে বাংলাদেশ। ভারতের অধিনায়ক সুনীল ছেত্রী গোল দুটি করেন। তার জোড়া গোলেই হেরে যায় জামাল ভূঁইয়ারা।

২০২২ সালের ফিফা বিশ্বকাপ এবং ২০২৩ সালের এএফসি এশিয়ান কাপের যোগ্যতা অর্জনকারী ম্যাচের দ্বিতীয় রাউন্ডে সোমবার (০৭ জুন) মুখোমুখি হয় বাংলাদেশ ও ভারত। বাংলাদেশ সময় রাত ৮টায় দোহার জসিম বিন হামাদ স্টেডিয়ামে ম্যাচটি শুরু হয়।

ম্যাচের শুরুতে অনেক আশা জাগিয়েও শেষ রক্ষা হয়নি জামাল ভূঁইয়াদের। ৭৮ মিনিট পর্যন্ত গোলশূন্য ছিল খেলা। শেষ ১৬ মিনিটে দুই গোল হজম করে ম্যাচ হেরেছে বাংলাদেশ।

দুইটি গোলের পেছনেই ডিফেন্ডারদের ব্যর্থতার পাশাপাশি ভারতীয় অধিনায়ক সুনীল ছেত্রীর দারুণ নৈপুণ্যের ছাপ রয়েছে।

বাংলাদেশ এই ম্যাচে খানিকটা আত্মবিশ্বাসী ফুটবল খেললেও শেষ পর্যন্ত রক্ষণের ভুল ও ছেত্রীর অভিজ্ঞতার কাছেই হেরেছে।

এদিন, ভারত একাদশ সাজিয়েছিল দুই ফরোয়ার্ড নিয়ে এবং বাংলাদেশ সাজায় এক ফরোয়ার্ড নিয়ে। কাতারের বিরুদ্ধে ০-১ গোলে হেরে যাওয়ার পর বাংলাদেশের বিপক্ষে ভারত সর্বশক্তি নিয়ে ঝাঁপিয়ে পড়ে। প্রথম থেকে আক্রমণও চালিয়েছিল দুর্দান্তভাবে। কিন্তু জালের দেখা পায়নি। বিরতি থেকে ফিরে আরও আক্রমণাত্মক হয়ে উঠে ভারত।

কালের আলো/টিআরকে/এসআইএল