বিশ্বের প্রভাবশালী গণমাধ্যমগুলোর সাইট হঠাৎ ডাউন!
প্রকাশিতঃ 6:44 pm | June 08, 2021
নিজস্ব সংবাদদাতা, কালের আলো:
বিশ্বের প্রথম সারির একাধিক গণমাধ্যমসহ গুরুত্বপূর্ণ একঝাঁক ওয়েবসাইটে হঠাৎ বিপর্যয় দেখা দিয়েছে। মঙ্গলবার (০৮ জুন) বিকেলের দিকে প্রায় সারাবিশ্বেই এসব ওয়েবসাইট ও সংশ্লিষ্ট অ্যাপে সমস্যা দেখা দেয়।
হঠাৎ করে ‘ডাউন’ হয়ে যাওয়া ওয়েবসাইটগুলোর মধ্যে রয়েছে দ্য ফিন্যান্সিয়াল টাইমস, সিএনএন, ব্লুমবার্গ নিউজ প্রভৃতি।
তবে বিশ্বের বড় গণমাধ্যমগুলোর ওয়েবসাইট কেন ক্রাশ করলো তার কোনো কারণ এখনও খুঁজে পাওয়া যায়নি।
এসময় ওয়েবসাইটগুলোতে ঢুকলে নানা ধরণের ত্রুটি বার্তা দেখানো হচ্ছিল। যদিও কয়েক ঘন্টার মধ্যেই সব স্বাভাবিক হয়ে আসে। স্থানীয় সময় সকাল ১০ টায় ফ্রান্সের লা মন্ডে গণমাধ্যমটির ওয়েবসাইট ক্রাশ করে। এরপর বড় বড় আরো একাধিক গণমাধ্যমগুলোও একই সমস্যায় পড়ে। বিবিসি ও নিউ ইয়র্ক টাইমসও কিছু সময়ের জন্য বন্ধ থেকে আবারো চালু হয়ে যায়।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, আমাজনের সাইটগুলোতে এই বিভ্রাট দেখা গিয়েছে। যদিও এখন পর্যন্ত আমাজন এ বিষয়ে কিছু জানায়নি।
জানা গেছে, প্রথমে ফ্রান্সের লে মনডে সংবাদপত্র স্থানীয় সময় প্রায় ১০:০০ জিএমটিতে ত্রুটিবার্তা দেখাতে শুরু করে।
অ্যামাজনের ছোট সাইটগুলোর বিভ্রাটের সম্মুখীন হয়েছে বলে মনে হচ্ছে। তবে অ্যামাজন তাৎক্ষণিকভাবে মন্তব্য করেনি।
ব্রিটেনের গার্ডিয়ান সংবাদপত্র জানিয়েছে, তাদের ওয়েবসাইট এবং অ্যাপ প্রভাবিত হয়েছে। আরও বেশকিছু ব্রিটিশ সংবাদ মাধ্যমের সাইটও ক্ষতিগ্রস্ত হয়েছে।
বিবিসি এবং দ্য নিউ ইয়র্ক টাইমস সাময়িকভাবে বন্ধ থাকলেও পরে ফিরে আসে।
সান ফ্রান্সিসকোভিত্তিক একটি ক্লাউড সার্ভিস কোম্পানি সমস্যার কথা স্বীকার করেছে। বিষযটি তারা খতিয়ে দেখছে।
কালের আলো/এসকে/এমআরবি