‘জাতীয় ঐক্যের মূলশক্তি বিএনপি- জামাত, ড. কামালরা স্বাক্ষী গোপাল মাত্র’
প্রকাশিতঃ 7:09 pm | September 22, 2018
পলিটিক্যাল ডেস্ক, কালের আলো:
জাতীয় ঐক্যের ড. কামালকে স্বাক্ষী গোপাল ও জামাত বিএনপিকে মূল শক্তি আক্ষায়িত করে সমাজকল্যাণমন্ত্রী ও বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন এমপি বলেছেন, ‘ড. কামাল হোসেনের জাতীয় ঐক্যের মূলশক্তি থাকবে বিএনপি- জামাত। ড. কামাল ও বদরুদ্দোজা চৌধুরী থাকবেন শুধু স্বাক্ষী গোপাল মাত্র। ’
শনিবার (২২ সেপ্টেম্বর) রাজধানীর শাহজাহানপুরের ১১ নম্বর আওয়ামী লীগ ওয়ার্ড কার্যালয়ে এক মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।
রাশেদ খান মেনন বলেন, ‘ড. কামাল হোসেনের মতো জনবিচ্ছিন্ন ব্যক্তির নেতৃত্বে গড়ে ওঠা আন্দোলনটি এখন জগাখিচুড়ি অবস্থায় দাঁড়িয়েছে। যেখানে বিএনপি গত ৯ বছরে ৯টি আন্দোলনও করতে পারেনি, সেখানে এই ঐক্য আন্দোলনের ডাক দিয়ে সরকার পতনের কথা বলছে।
আন্দোলন তো দূরের কথা, এই ঐক্য আসলে তাদের মধ্যে কোনও ঐক্যই আনতে পারবে না। বর্তমান সরকারের উন্নয়নের কাছে তাদের ষড়যন্ত্রের ঐক্য ধুয়ে বিলীন হয়ে যাবে।’
সমাজকল্যাণমন্ত্রী বলেন, ‘আমাদের বর্তমান সরকারের আমলে বাংলাদেশ অবিশ্বাস্য উন্নয়নের পথে এগিয়ে গেছে। বাংলাদেশ এবছর স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশের তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে। গত দু’বছর ধরে জাতীয় প্রবৃদ্ধি ৭ শতাংশ এর কোটা ছাড়িয়ে গেছে। দেশের জিডিপি বেড়েছে কয়েকগুণ। এই সময়কালে নারীর ক্ষমতায়ন, নারী শিক্ষার বিস্তার, বাল্যবিবাহ রোধ, স্বাস্থ্যসেবা প্রভৃতি ক্ষেত্রে বাংলাদেশ কেবল আন্তর্জাতিক স্বীকৃতি পায় নাই,প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা ও দেশের কাছ থেকেও বিরল সম্মাননা পেয়েছেন। সুতরাং এই সরকারকে জনবিচ্ছিন্ন লোকের নেতৃত্বে আন্দোলনের ভয় দেখিয়ে কোনও ফায়দা হবে না।’
১১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি মো. কামরুজ্জামান বাবুলের সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন ওয়ার্ড আওয়ামী লীগের কোষাধ্যক্ষ ইসমাত জামিল লাভলু, শাহজাহানপুর থানা আওয়ামী লীগের সভাপতি আব্দুল লতিফ, সাধারণ সম্পাদক আব্দুল মুকিত হাওলাদার প্রমুখ।
কালের আলো/এমএইচ