যেখানে বিদায়ী সেনাপ্রধানের সঙ্গে অনেক মিল নতুন সেনাপ্রধানের

প্রকাশিতঃ 11:14 am | June 11, 2021

বিশেষ সংবাদদাতা, কালের আলো :

বৃহস্পতিবার (১০ জুন) বিকেলের পর সবচেয়ে আলোচিত খবর দেশপ্রেমিক সেনাবাহিনীতে নতুন সেনাপ্রধান নিয়োগ। সাফল্যের সঙ্গে তিন বছর যাবত সেনাপ্রধানের দায়িত্ব পালন করে আসা জেনারেল ড.আজিজ আহমেদের স্থলাভিষিক্ত হয়েছেন সেনা সদরের কোয়ার্টার মাস্টার জেনারেল (কিউএমজি) লেফটেন্যান্ট জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ। এদিন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এই আদেশ জারি করা হয়েছে।

আরও পড়ুন: সততা ও পেশাদারিত্বের পুরস্কার পেলেন নতুন সেনাপ্রধান এস এম শফিউদ্দিন আহমেদ

জানা গেছে, আবু বেলাল মোহাম্মদ শফিউল হক সেনাপ্রধান হিসেবে দায়িত্ব পালনকালে বর্তমান সেনাপ্রধান জেনারেল ড.আজিজ আহমেদ আর্মি ট্রেনিং এন্ড ডকট্টিন কমান্ডের (অ্যার্টডক) জিওসি এবং সেনা সদরের কোয়ার্টার মাস্টার জেনারেল (কিউএমজি) ছিলেন।

ঠিক একইভাবে এস এম শফিউদ্দিন আহমেদও সেনাপ্রধান হিসেবে অভিষিক্ত হওয়ার পূর্বে আর্মি ট্রেনিং এন্ড ডকট্টিন কমান্ডের (অ্যার্টডক) জিওসি এবং সেনা সদরের কোয়ার্টার মাস্টার জেনারেল (কিউএমজি) হিসেবে দায়িত্ব পালন করেছেন। ওই সময় থেকেই ধারণা করা হচ্ছিল, পরবর্তী সেনাপ্রধান হিসেবে গড়ে তোলা হচ্ছে এস এম শফিউদ্দিন আহমেদকেই।

আরও পড়ুন: অভিনন্দনের জোয়ারে নতুন সেনাপ্রধান এস এম শফিউদ্দিন আহমেদ

সেনাপ্রধান জেনারেল ড.আজিজ আহমেদের গভীর আস্থাভাজন হিসেবেই এস এম শফিউদ্দিন একাধিকবার ভারপ্রাপ্ত সেনাপ্রধানের দায়িত্ব পালন করেছেন।

আরেকটি বিষয়ে বিদায়ী এবং নতুন সেনাপ্রধানের মাঝে মিল রয়েছে। শতভাগ পেশাদার, স্বচ্ছ, স্নিগ্ধজন, যুক্তিশীল আর দূরদর্শী চিন্তার মানুষ হিসেবেও গোটা দেশপ্রেমিক বাহিনীতেই তাঁরা পরিচিত। জেনারেল ড.আজিজ আহমেদের মতোই নতুন সেনাপ্রধান এস এম শফিউদ্দিন আহমেদও বঙ্গবন্ধু কন্যার বিশ্বস্ত।

কালের আলো/এমএএএমকে