অভিনন্দনের জোয়ারে নতুন সেনাপ্রধান এস এম শফিউদ্দিন আহমেদ

প্রকাশিতঃ 11:22 am | June 11, 2021

নিজস্ব সংবাদদাতা, কালের আলো :

নিজের ৩৮ বছরের বর্ণাঢ্য চাকরি জীবনের দ্বারপ্রান্তে এসে এবার সর্বোচ্চ পদেই অধিষ্ঠিত হয়েছেন বাংলাদেশ সেনাবাহিনীর লেফটেন্যান্ট জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ। বিশাল কর্মময় জীবনে দেশপ্রেম, পেশাদারিত্ব, সততা, নিষ্ঠা ও আদর্শবাদিতা ও কর্তব্যপরায়ণতায় অটল-অনড় থেকে নিজেকে নিয়ে গেছেন অনন্য এক উচ্চতায়।

আরও পড়ুন: সততা ও পেশাদারিত্বের পুরস্কার পেলেন নতুন সেনাপ্রধান এস এম শফিউদ্দিন আহমেদ

যোগ্যতার সব মাপকাঠিতেই নিজেকে সেরা প্রমাণ করে শেষ হাসি এখন তাঁর মুখেই। জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যমে সুহৃদ-সহকর্মী থেকে শুরু করে অগণিত মানুষের অভিনন্দের জোয়ারেই ভাসছেন দেশের স্বাধীনতা-সার্বভৌমত্বের প্রতীক বাংলাদেশ সেনাবাহিনীর নতুন সেনাপ্রধান এস এম শফিউদ্দিন আহমেদ।

বৃহস্পতিবার (১০ জুন) প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এই আদেশ জারির পরপরই ফেসবুক-টুইটারে শুরু হয় অভিনন্দন পর্ব। বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তাকে ফেসবুকে অভিনন্দন জানিয়ে পোস্ট দিচ্ছেন। সেখানে শোভা পাচ্ছে ভাবী জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদের হাস্যোজ্জ্বল ছবি।

আরও পড়ুন: যেখানে বিদায়ী সেনাপ্রধানের সঙ্গে অনেক মিল নতুন সেনাপ্রধানের

সব পোস্টেই তাকে শুভ কামনা জানানো হয়েছে।

পাশাপাশি তাঁর সুদক্ষ ও গতিশীল নেতৃত্বে দেশপ্রেমিক বাংলাদেশ সেনাবাহিনীর গৌরবদীপ্ত পথচলা অব্যাহত থাকবে এমন আশাবাদী উচ্চারণও উঠে এসেছে অভিনন্দন বার্তায়।

কালের আলো/জিকেএম/এমএএএমকে