ভৈরব বাজার নদীর পাড়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৫ ব্যবসা-প্রতিষ্ঠান পুড়ে ছাঁই

প্রকাশিতঃ 11:39 pm | September 22, 2018

কিশোরগঞ্জ সংবাদদাতা, কালের আলো:

কিশোরগঞ্জের ভৈরব বাজার নদীর পাড়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি লাকড়ি মিলসহ ১৫টি ব্যবসা-প্রতিষ্ঠান পুড়ে ছাঁই হয়ে গেছে।

শনিবার রাত সোয়া ৯টার দিকে আগুনের সূত্রপাত হয় বলে ব্যবসায়ীরা জানান। এখনো আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চলছে।

আগুনের সূত্রপাত কিভাবে হয়েছে সে বিষয়ে কেউ কিছু বলতে পারছে না। ভৈরব ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর চেষ্টা করছে।

ভৈরব থানা পুলিশ জানায়, হঠাৎ করে ভৈরবের লাকড়ি মিল ব্যবসায়ী ও পৌর কাউন্সিলর মমিনুল হক রাজুর লাকড়ি মিলে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। তবে কিভাবে আগুন লাগলো প্রতিষ্ঠানের কেউ বলতে পারছে না।

কালের আলো/ওএইচ