২৯ সেপ্টেম্বর মানববন্ধন করবে সম্পাদক পরিষদ
প্রকাশিতঃ 2:22 am | September 23, 2018
নিজস্ব প্রতিবেদক, কালের আলো:
বহুল আলোচিত ডিজিটাল নিরাপত্তা আইন জাতীয় সংসদে পাসের প্রতিবাদে মানববন্ধন করবে সম্পাদক পরিষদ। আগামী ২৯ সেপ্টেম্বর জাতীয় প্রেসক্লাবের সামনে এ কর্মসূচি পালিত হবে।
শনিবার (২২ সেপ্টেম্বর) সম্পাদক পরিষদের এক জরুরি বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
নিউজটুডের সাবেক সম্পাদক রিয়াজ উদ্দিন আহমদের সভাপতিত্বে সম্পাদক পরিষদের বৈঠকে উপস্থিত ছিলেন প্রথম আলো সম্পাদক মতিউর রহমান, মানবজমিন প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী, সংবাদ-এর ভারপ্রাপ্ত সম্পাদক খন্দকার মুনীরুজ্জামান, নিউ এজ সম্পাদক নূরুল কবীর, কালের কণ্ঠ সম্পাদক ইমদাদুল হক মিলন, বাংলাদেশ প্রতিদিন সম্পাদক নঈম নিজাম, ইনকিলাব সম্পাদক এ এমএম বাহাউদ্দিন, নয়াদিগন্ত সম্পাদক আলমগীর মহিউদ্দিন, আজাদী সম্পাদক এম এ মালেক, করতোয়া সম্পাদক মোজাম্মেল হক, যুগান্তরের ভারপ্রাপ্ত সম্পাদক সাইফুল আলম, বণিক বার্তা সম্পাদক দেওয়ান হানিফ মাহমুদ, ট্রিবিউন সম্পাদক জাফর সোবহান, সমকালের সহযোগী সম্পাদক সবুজ ইউনূস ও ফিন্যান্সিয়াল এক্সপ্রেসের যুগ্ম-সম্পাদক শামসুল হক জাহিদ প্রমুখ।
কালের আলো/ওএইচ