সন্ধ্যায় সুইজারল্যান্ডের মুখোমুখি বেলের ওয়েলস
প্রকাশিতঃ 3:25 pm | June 12, 2021
স্পোর্টস ডেস্ক, কালের আলোঃ
ইতালি-তুরস্কের লড়াই দিয়ে গতরাতে শুরু হয়েছে ইউরো ২০২০। টুর্নামেন্টের দ্বিতীয় দিনে মুখোমুখি হবে গ্যারেথ বেলের ওয়েলস ও সুইজারল্যান্ড।
শনিবার (১২ জুন) আজারবাইজানের বাকু অলিম্পিক স্টেডিয়ামে বাংলাদেশ সময় ৭টায় মাঠের লড়াইয়ে নামবে দুই দল। গ্রুপ এ থেকে একে অপরের বিপক্ষে লড়বে ওয়েলস-সুইজারল্যান্ড। এ গ্রুপের অন্য দুই দল ইতালি-তুরস্ক।
ফিফা র্যাংকিংয়ে ওয়েলস-সুইসদের অবস্থান কাছাকাছি। বিশ্বফুটবলে বেলদের দেশের অবস্থান ১৬ নম্বারে, অন্যদিকে ৩ ধাপ ওপরে ১৩ নম্বারে অবস্থান করছে সুইজারল্যান্ড।
আজকের ম্যাচে ড্যানিয়েল পেস-গ্যারেথ বেলের আক্রমণে পরীক্ষা দিতে হবে দুর্বল সুইস রক্ষণভাগকে। শাকিরিদের রক্ষণদূর্গ কিছুটা দুর্বল হলেও তাদের মাঝ মাঠ ও আক্রমণভাগ বেশ শক্তিশালী। মিডফিল্ডে গ্রেইন্ট ঝাকা ও রেমো ফ্রিউলারে জুটি ওয়েলসের বড় মাথা ব্যাথার কারণ হতে পারে।
সর্বশেষ ৫ ম্যাচে ওয়েলস ২টি করে ম্যাচে হেরেরে আর জিতেছে। ড্র হয়েছে ১টিতে। অন্যদিকে সুইজারল্যান্ড সবকটিতেই জিতেছে। আর নিজেদের মধ্যে মুখোমুখি লড়াইয়ে বেশ এগিয়ে সুইজারল্যান্ড। সর্বশেষ ৫ দেখায় সুইসদের জয় ৪টিতে আর ওয়েলসের মাত্র ১টিতে।
কালের আলো/আরএস/এমএইচএস