প্রধানমন্ত্রীর নেতৃত্বে দুর্যোগ ব্যবস্থাপনায় বাংলাদেশ অনেক এগিয়েছে: সচিব

প্রকাশিতঃ 9:06 pm | June 12, 2021

নিজস্ব সংবাদদাতা, কালের আলোঃ

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মো. মোহসীন বলেছেন, বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ সবখাতেই উন্নয়নের জোয়ার সৃষ্টি করেছে। এরই আলোকে দুর্যোগ ব্যবস্থাপনায় অনেক দূর এগিয়ে গেছে বাংলাদেশ।

আরও পড়ুন; সব পরিসংখ্যানেই বাংলাদেশ দুর্দান্ত গতিতে এগিয়ে চলেছে : দুদক কমিশনার

শনিবার (১২ জুন) রাতে কালের আলোর উদ্যোগে আয়োজিত ‘বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী, স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও উন্নয়নশীল বাংলাদেশ’ শীর্ষক এ গোলটেবিল আলোচনায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

দুর্যোগ ও ত্রাণ সচিব বলেন, অনেক দেশ দুর‌্যোগ ব্যবস্থাপনায় সবেমাত্র উদ্যোগ নিতে শুরু করেছে। কিন্তু জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭০ এর নির্বাচনের সময়েই দুর্যোগের ঝুঁকি এড়াতে ব্যবস্থা নেওয়ার কথা বলেছিলেন। ওই সময় নির্বাচনী প্রচারণা বাদ দিয়ে ক্ষতিগ্রস্ত মানুষের কাছে ছুটে গিয়েছিলেন তিনি।

আরও পড়ুন: পেশাদারিত্ব নিয়ে মানুষের পাশে দাঁড়িয়ে সেবা দিচ্ছে পুলিশ : ডিআইজি হায়দার আলী

‘স্বাধীনতার পর ১৯৭৪ সালে তিনি (বঙ্গবন্ধু) দুর‌্যোগ প্রতিরোধে সতর্কতামূলক প্রচারণার উদ্যোগ নেন। এতে দুর্যোগ মানুষের প্রস্তুতি নেওয়ার সময় পায় এবং ক্ষয়ক্ষতির পরিমাণ কমে যায়। ‘

মো. মোহসিন বলেন, বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ অপ্রতিরোধ্য অগ্রযাত্রার দিকে এগিয়ে চলছে। ত্রাণ ও দুর্যোগ প্রতিরোধেও সক্ষমতা অর্জন করেছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) কমিশনার (অনুসন্ধান) ড. মো. মোজাম্মেল হক খান।

কালের আলোর সম্পাদক মো. শামসুল আলম খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আলোচনায় অংশ নিয়েছেন ডিআইজি (অপারেশন্স, মিডিয়া অ্যান্ড প্ল্যানিং) হায়দার আলী খান।

অনুষ্ঠান সঞ্চালনা করছেন কালের আলোর অ্যাকটিং এডিটর এম. আবদুল্লাহ আল মামুন খান। শুভেচ্ছা বক্তব্য দেন ইংরেজি দৈনিক ডেইলি ইকোমিক পোস্টের সম্পাদক আবু সালেহ মোঃ মুসা।

কালের আলো/এমএম/জেএসডি