বিএনপি ১০ বছরে পারেনি, পারবেও না: কাদের

প্রকাশিতঃ 1:09 pm | September 23, 2018

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:

ক্ষমতাসীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি গত ১০ বছরে বিভিন্ন সময় আন্দোলনের ঘোষণা দিয়েও কিছু করতে পারেনি, আগামী দিনেও পারবে না বলে মন্তব্য করেছেন। জনগণ এখন নির্বাচনী মুডে আছে, তাই কোনো আন্দোলনের ডাকে সাড়া দেবে না ।

রবিবার(২৩ সেপ্টেম্বর) সকালে চট্টগ্রামের কর্ণফুলীতে এক সমাবেশে তিনি এসব কথা বলেন। সড়কপথে নির্বাচনী সফরের দ্বিতীয় দিনে ওবায়দুল কাদেরের নেতৃত্ব একটি প্রতিনিধি দল চট্টগ্রাম থেকে কক্সবাজারের উদ্দেশে রওয়ানা দিয়েছে। গতকাল প্রতিনিধি দলটি ঢাকা থেকে রওয়ানা করে এবং বেশ কয়েকটি জনসভায় নেতারা ভাষণ দেন।

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, ‘কোটা আন্দোলন গেছে, তারপর গেল ছাত্র আন্দোলন, তখনও তারা কিছুই করতে পারেনি। ১০ বছরেও কিছু হয়নি।’

বিএনপিকে কটাক্ষ করে তিনি বলেন, ‘এই মাসে না ওই মাসে, এই বছর না ওই বছর- আন্দোলন হবে কোন বছর?’ এ সময় তিনি জানান, আগামী দিনেও আওয়ামী লীগের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র সফল হবে না।

কাদের বলেন, ‘জাতিসংঘ মহাসচিবের সঙ্গে সাক্ষাতের বিষয়ে জাতির সঙ্গে প্রতারণা করেছে বিএনপি। তারা গুজব সন্ত্রাস করছে। তাই সবাইকে ঐক্যবদ্ধভাবে তাদের প্রতিরোধ করতে হবে।’ আন্দোলনে ব্যর্থ হয়ে বিএনপি গুজব সন্ত্রাস চালাচ্ছে বলেও অভিযোগ করেন ক্ষমতাসীন দলের সাধারণ সম্পাদক। ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান ওবায়দুল কাদের।

অনুষ্ঠানে দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেন, ‘নির্বাচন যথাসময়ে হবে। কোনো জোট দিয়েই আওয়ামী লীগকে ক্ষমতাচ্যুত করা যাবে না।’

বেলা ১১টার দিকে চট্টগ্রামের কর্ণফুলীতে পৌঁছায় প্রতিনিধি দলটি। এরপর লোহাগাড়ায় মেহেরুন্নেসা স্কুল মাঠে সুধী সমাবেশে যোগ দেয়ার কথা রয়েছে তাদের। বিকাল তিনটায় কক্সবাজারের চকরিয়া বাসস্ট্যান্ড ও চারটায় ঈদগাঁ মাঠে পথসভা হবে। কর্মসূচি শেষে কক্সবাজারে রাত্রিযাপন করবে আওয়ামী লীগের প্রতিনিধি দল।

প্রতিনিধি দলে আরও রয়েছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য আবদুল মতিন খসরু, সাংগঠনিক সম্পাদক মহিবুল হাসান চৌধুরী নওফেল, একেএম এনামুল হক শামীম, প্রচার সম্পাদক হাছান মাহমুদ, বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক আবদুস সবুর, উপ-দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া, সাবেক ছাত্রলীগ নেতা আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম, ছাত্রলীগের সাবেক সভাপতি সাইফুর রহমান সোহাগ ও সাধারণ সম্পাদক এসএম জাকির হোসাইন প্রমুখ।

কালের আলো/এমএইচএ