বিএনপি-জামায়াতি ও বামাতীরা আবার এক হয়েছে: মেনন

প্রকাশিতঃ 12:02 am | September 24, 2018

কালের আলো প্রতিবেদক:

বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি ও সমাজকল্যাণমন্ত্রী রাশেদ খান মেনন বলেছেন, এক-এগারো আর বিএনপি-জামায়াতি ও বামাতীরা আবার এক হয়েছে। এক-এগারোতে যারা দেশের মানুষের গণতান্ত্রিক অধিকারকে কেড়ে নিয়েছিল, তারা এখন মত প্রকাশ ও গণতন্ত্রের কথা বলছে। এখন বুঝে নিতে হবে, ডাল মে কুচ কালা হায়। জাতীয় ঐক্যের নামে যা হচ্ছে, তা ষড়যন্ত্রের ঐক্য।

রোববার বিকালে বরিশালের বাবুগঞ্জে ওয়ার্কার্স পার্টির কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

ওয়ার্কার্স পার্টির সভাপতি বলেন, ঐক্যের নেতাদের খালেদা জিয়াসহ অন্যান্য বন্দিদের মুক্তির দাবির মাধ্যমে তারা দুর্নীতিবাজ ও যুদ্ধাপরাধীদের মুক্ত করে রাজনীতিতে পুনর্বাসিত করতে চাচ্ছেন। আগামী নির্বাচনে বর্তমান সরকার ফিরিয়ে আনতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান মেনন।

ওয়ার্কার্স পার্টির নেতা শাহজাহান তালুকদারের সভাপতিত্বে কর্মী সমাবেশে বিশেষ অতিথির বক্তৃতা করেন পার্টির বরিশাল জেলা সভাপতি নজরুল ইসলাম নিলু। সমাবেশে অন্যদের মধ্যে বক্তৃতা করেন পার্টির বরিশাল জেলার সাধারণ সম্পাদক ও সংসদ সদস্য অ্যাডভোকেট শেখ মো. টিপু সুলতান, পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য আবদুল খালেক, জেলা কমিটির সদস্য ফারুক মাস্টার প্রমুখ।