র্যাবের জালে ভুয়া বিজ্ঞানী সাইফুলসহ ১৬ প্রতারক
প্রকাশিতঃ 8:47 pm | June 16, 2021

নিজস্ব সংবাদদাতা, কালের আলো:
আন্তর্জাতিক মানের বিজ্ঞানীর পরিচয়ে কোটি কোটি টাকা এবং জমি আত্মসাৎকারী চক্রের মূলহোতা সাইফুল ইসলাম ওরফে সায়েন্টিস্ট সাইফুলসহ ১৬ জনকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র্যাব)।
মঙ্গলবার (১৫ জুন) থেকে বুধবার (১৬ জুন) সকাল পর্যন্ত ঢাকা ও টাঙ্গাইলের বিভিন্ন স্থান থেকে অস্ত্র ও মাদকসহ তাদের আটক করে র্যাব-১।
বুধবার (১৬ জুন) র্যাবের সিপিসি-১ কোম্পানী কমান্ডার মেজর বিন ইয়ামীন হাসান ভূইয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।
আটক চক্রের মুলহোতা আন্তর্জাতিক মানের বিজ্ঞানীর ভুয়া পরিচয়ে স্ব-উদ্ভাবিত জলবায়ু পরিবর্তনের প্রভাব-প্রতিকার, পাওয়ার প্ল্যান্ট প্রজেক্ট, করোনা প্রতিরোধ ব্যবস্থা ও অন্যান্য প্রজেক্ট বাস্তবায়নের নামে কোটি কোটি টাকা ও জমি আত্মসাৎ করে প্রতারণা চালিয়ে আসছিল।
র্যাব জানায়, ১৫ জুন থেকে আজ সকাল পর্যন্ত র্যাব সদর দপ্তরের গোয়েন্দা শাখা ও র্যাব-১ ঢাবার উত্তরার আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে রাজধানী ঢাকার উত্তরা এলাকার প্রতারক সংগঠন ‘রাজা-বাদশা’ গ্রুপের নতুন কার্যালয়ে অভিযান পরিচালনা করে প্রতারক চক্রের মূলহোতা মোঃ সাইফুল ইসলাম ওরফে বিজ্ঞানী সাইফুল ওরফে সায়েন্টিস্ট সাইফুল (৫৪), মোছাঃ বকুলি ইয়াসমিন (৪৬), মোঃ ইমরান রাজা (২৫), মোছাঃ কাকুলী আক্তার (১৯), মোঃ রোমান বাদশা (১৮), মোঃ আনিসুজ্জামান সিদ্দীকী (৫৩), মোঃ নাজমুল হক (৩০), মোঃ তারেক আজিজ (৪০), মোঃ বেল্লাল হোসেন (৬১), মোঃ আব্দুল মান্নান (৫০), মোঃ শিমুল মিয়া (২৪), মোঃ নুরনবী (৪৫), মোঃ আবুল হাশেম (৪২), মোঃ আলী হোসেন (৩৮), মোঃ শওকত আলী (৫০) মোঃ রোকনুজ্জামানকে (৫০) গ্রেফতার করে।
অভিযানে ১টি বিদেশী পিস্তল, ১টি ম্যাগাজিন, ২ রাউন্ড গোলাবারুদ, ২ বোতল বিদেশী মদ, ৬টি সীল, নগদ ৪৫ হাজার ৪৬০ টাকা, ২০টি মোবাইল ফোন, ১৪টি চেক বই, ১২টি ভিজিটিং কার্ড, ০৬ টি বিভিন্ন মন্ত্রণালয়ের চিঠি, বিভিন্ন মূল্যের ১২১টি জাল স্ট্যাম্প, ৩টি চুক্তিনামা দলিল, ৩টি বই এবং ৯টি স্বাক্ষরিত চেক ও বিদেশী নেতৃবৃন্দের সাথে পত্রালাপের ভুয়া কপি উদ্ধার করা হয়।

র্যাব আরও জানায়, গ্রেফতারকৃত সাইফুল ইসলাম এই চক্রের মূল হোতা। সে ‘রাজা-বাদশা গ্রুপ’ নামে একটি ভুয়া সংগঠন তৈরী করে ২০১১ সাল হতে প্রতারণার কার্যক্রম পরিচালনা করছে।
প্রতারক সাইফুল এ গ্রুপের চেয়ারম্যান বলে পরিচয় দেয়। এই চক্রের সাথে তার পরিবারের সদস্যরাও অতোপ্রতভাবে জড়িত বলেও জানিয়েছে র্যাব।
গ্রেফতারকৃত সাইফুল স্ব-উদ্ভাবিত জলবায়ু পরিবর্তন প্রজেক্ট, বিদ্যুৎ প্ল্যান্ট স্থাপন, পরিবেশ বান্ধব যানবাহন, ডায়াবেটিক নিরাময় প্রতিষেধক, হৃদরোগ নিরাময় প্রতিষেধক প্রজেক্ট, করেনা নিরাময় কয়েল টেকনিক প্রজেক্টের বিনিয়োগে প্রলুদ্ধ করত।
এছাড়া প্রজেক্টসমূহের অর্থ বিনিয়োগে ২৫ হাজার হলে কোটি টাকার অফার এবং জমি প্রদানে প্রজেক্টের মালিকানা শেয়ার অফার দিত। স্বল্প শিক্ষিত ধনী ব্যবসায়ী ও জমিজমা সম্পত্তির মালিকদের সে টার্গেট করত।
র্যাবের পক্ষ থেকে জানানো হয়, ইতোমধ্যে উপকূলীয় অঞ্চল জলবায়ু পরিবর্তনের প্রজেক্ট এর আওতায় নোয়াখালীতে প্রায় ৪৫০ বিঘা জমি ছাড়াও লক্ষীপুর, রাজশাহী এবং ময়মনসিংয়ের ভালুকায় আরও সহস্রাধিক বিঘা জমি প্রতারণার মাধ্যমে আত্মসাৎ কার্যক্রম চলমান রয়েছে।

কালের আলো/ডিএসবি/এমএম