এশিয়ান কাপের বাছাইপর্বে সরাসরি খেলবে বাংলাদেশ
প্রকাশিতঃ 8:23 pm | June 16, 2021
স্পোর্টস ডেস্ক, কালের আলোঃ
বাংলাদেশের ফুটবলের জন্য সুখবর বলা চলে। সবশেষ ম্যাচে ওমানের কাছে ৩-০ গোলে হারার পর বাংলাদেশ শিবিরে হতাশা ছড়িয়ে পড়ে। এর মাঝেই আসে ভালো একটি খবর। এশিয়ান কাপ বাছাইয়ের তৃতীয় রাউন্ডে সরাসরি খেলবে লাল-সবুজের জার্সিধারীরা। গ্রুপে পঞ্চম অবস্থানে থেকেও এশিয়ান কাপ বাছাইয়ের তৃতীয় রাউন্ডে সরাসরি খেলার সুযোগ মিলে গেছে বাংলাদেশের।
বিশ্বকাপ ও এশিয়ান কাপ যৌথ বাছাইয়ে এখন ৩৯ দল রয়েছে। যেখানে ৩৫ নম্বর দল হিসেবে বাছাইপর্ব খেলবে বাংলাদেশ। ফলে নতুন করে আরও ৬টি ম্যাচ খেলার সুযোগ তৈরি হলো জামাল ভূঁইয়াদের।
দ্বিতীয় পর্ব থেকে বাংলাদেশ পেয়েছে ২ পয়েন্ট। বিশ্বকাপ ও এএফসি কাপ বাছাইপর্বে ১ থেকে ১৩ অবস্থানে থাকা দলগুলো সরাসরি খেলবে ২০২৩ এশিয়ান কাপে। এছাড়া ১৪ থেকে ৩৫ নম্বর দল সরাসরি অংশ নেবে এশিয়ান কাপের বাছাইয়ে।
এশিয়ান কাপ বাছাইপর্বে আরও ৬টি আন্তর্জাতিক ম্যাচ পাচ্ছে বাংলাদেশ।
আগামী সেপ্টেম্বরে এশিয়ান কাপের বাছাইপর্ব শুরু হবে। ২৪টি দলকে ভাগ করে দেওয়া হবে বিভিন্ন গ্রুপে। বাছাইপর্বে সরাসরি সুযোগ হওয়ায় আরও অন্তত ৬টি আন্তর্জাতিক ম্যাচ খেলার সুযোগ হলো বাংলাদেশের।
সরাসরি এশিয়ান কাপে সুযোগ পাওয়া ১৩টি দেশ হলো-সিরিয়া, অস্ট্রেলিয়া, ইরান, সৌদি আরব, জাপান, দক্ষিণ কোরিয়া, সংযুক্ত আরব আমিরাত, ওমান, চীন, ইরাক, ভিয়েতনাম, লেবানন ও কাতার।
কালের আলো/টিআরকে/এসআইএল