রাঙ্গাবা‌লীতে বৃদ্ধ পিতাকে নির্যাতনকারী দুই সন্তান গ্রেফতার

প্রকাশিতঃ 7:03 pm | June 18, 2021

নিজস্ব সংবাদদাতা, কালের আলো:

পটুয়াখালী জেলার রাঙ্গাবা‌লীতে বৃদ্ধ পিতাকে নির্যাতনের ঘটনায় দুই সন্তানকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলেন, আলমাস ফরাজী ও আজমল ফরাজী‌।

শুক্রবার (১৮ জুন) পুলিশ সদরদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

পুলিশ সদরদপ্তর জানায়, বাংলা‌দেশ পু‌লি‌শের মি‌ডিয়া এন্ড পাব‌লিক রি‌লেশন্স উইং‌কে সামা‌জিক যোগা‌যোগ মাধ্য‌মের এক‌টি লিংক শেয়ার ক‌রেন একজন সচেতন নাগরিক। লিংকে যুক্ত ভি‌ডিও‌তে ‌দেখা যায় এক বৃদ্ধ পিতাকে শারী‌রিকভাবে নির্যাতন করছে তারই পুত্ররা। ভি‌ডিও‌টি সামা‌জিক যোগা‌যোগ মাধ্যমে দ্রুত ভাইরাল হয়।

তাৎক্ষণিক পটুয়াখালী জেলার রাঙ্গাবা‌লি থানার ও‌সি দেওয়ান জগলুল হাসান‌কে দ্রুত অ‌ভিযুক্তকে খুঁঁ‌জে বের ক‌রে আইনি ব্যবস্থা নি‌তে নি‌র্দেশনা দেয় মি‌ডিয়া এন্ড পাব‌লিক রি‌লেশন্স উইং‌।

স্থানীয়রা জানান, বৃদ্ধ পিতার নাম মোঃ দে‌লোয়ার ফরাজী। ৭৩ বছর বয়সি বৃদ্ধ দে‌লোয়ার ফরাজী ভরন পোষ‌নের জন্য তার সন্তান‌দের উপর নির্ভরশীল। বি‌ভিন্ন সম‌য়ে তুচ্ছা‌তিতুচ্ছ অজুহা‌তে বৃদ্ধ‌কে নির্যাতন করা হ‌তো।

রাঙ্গাবা‌লি থানার পু‌লি‌শের টিম ঘটনাস্থল ও তার আশপাশ এলাকায় অ‌ভিযান চালি‌য়ে অ‌ভিযুক্ত সন্তান আলমাস ফরাজী ও আজমল ফরাজী‌কে গ্রেফতার ক‌রে।

তা‌দের বিরু‌দ্ধে আইনানুগ ব্যবস্থা প্র‌ক্রিয়াধীন র‌য়ে‌ছে বলে জানিয়েছে পুলিশ সদরদপ্তর।

কালের আলো/ডিআরবি/এমএম