ধানমন্ডিতে গাড়িচাপায় প্রাণ গেল সাইকেল আরোহী পুলিশের

প্রকাশিতঃ 12:27 pm | June 19, 2021

নিজস্ব সংবাদদাতা, কালের আলো:

রাজধানীর ধানমন্ডিতে সড়ক দুর্ঘটনায় বশির উদ্দিন তালুকদার (৪৪) নামে সাইকেল আরোহী এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে। তিনি মিরপুর ডিভিশনের এসি’র পেট্রলের বডিগার্ড ছিলেন।

শুক্রবার (১৮ জুন) ধানমন্ডি ৭ নম্বর রোড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে মর্গে পাঠানো হয়।

ধানমন্ডি থানার উপ-পরিদর্শক (এসআই) পলাশ বিশ্বাস গণমাধ্যমকে জানান, পটুয়াখালীর দুমকি উপজেলার বীর মুক্তিযোদ্ধা আলতাফ হোসেন তালুকদারের ছেলে বশির। তিনি মিরপুর ডিভিশনের এসির (পেট্রোল) বডিগার্ড হিসেবে কর্মরত ছিলেন। থাকতেন ওই এলাকায়।

তিনি জানান, হাজারীবাগ এলাকায় একটি ফ্যান মেরামত করতে দিয়েছিলেন বশির। বৃহস্পতিবার রাতে কাজ শেষে বাইসাইকেল চালিয়ে সেই ফ্যান নিয়ে আবার মিরপুরের দিকে ফিরছিলেন। পথে ধানমন্ডি ৭ নম্বর রোডে অজ্ঞাত কোনও যানবাহন তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতাল মর্গে পাঠানো হয়। ঘাতক গাড়িটি শনাক্তের চেষ্টা চলছে।

ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকরাম আলী বলেন, ধারণা করা হচ্ছে কোনও ট্রাকের ধাক্কায় কনস্টেবল বশিরের মৃত্যু হয়েছে। তবে এখনও আমরা সিসি ক্যামেরা দেখতে পারিনি। সিসি ক্যামেরা দেখে গাড়িটি শনাক্ত করতে পারব।

কালের আলো/আরএস/এমএইচএস