ইংলিশদের রুখে দিলো স্কটিশরা

প্রকাশিতঃ 1:56 pm | June 19, 2021

স্পোর্টস ডেস্ক, কালের আলোঃ

সব দিক থেকেই এগিয়ে ছিল ইংল্যান্ড। ম্যাচটিও হয়েছে তাদেরই মাটিতে, ওয়েম্বলিতে। উত্তেজনাপূর্ণ ম্যাচে জিতলেই নক আউট পর্ব নিশ্চিত হতো ইংলিশদের। কিন্তু পারেনি সাউথগেটের দল। দারুণ পারফরম্যান্সে ইংল্যান্ডকে রুখে দিয়েছে স্কটল্যান্ড।

ইউরো ৯৬ এর পর এই প্রথম মেজর কোনো টুর্নামেন্টে ইংল্যান্ডের সঙ্গে স্কটল্যান্ডের দেখা হয়ে গেল। কিন্তু কোনো দলই ম্যাচটি রাঙিয়ে নিতে পারল না জয়ের রঙে।

আসরের অন্য ম্যাচে ক্রোয়েশিয়ার সঙ্গে ১-১ গোলে ড্র করেছে চেক প্রজাতন্ত্র। তবে ম্যাচ অমীমাংসিত থাকলেও লড়াই ছিল জমজমাট উপভোগ্য। ইউরোর শেষ ষোল পর্বে উঠার পথে বড় একটা ধাপ এগিয়ে গেল চেক শিবির।

প্রথমার্ধে বিতর্কিত পেনাল্টি থেকে চেক প্রজাতন্ত্রকে এগিয়ে দেন প্যাট্রিক শিক। বিরতির পরপরই চেক প্রজাতন্ত্রকে সমতায় ফেরার ইভান পেরিসিক।

এ দিকে সুইডেন ১-০ গোলে হারিয়েছে স্লোভাকিয়াকে। এমিল ফোর্সবার্গের পেনাল্টি গোল শেষ ষোলতে উঠার লড়াইয়ে এগিয়ে দিয়েছে সুইডিশদের।

কালের আলো/আরএস/এমএইচএস