মরেনোর পেনাল্টি মিসে জয় বঞ্চিত স্পেন

প্রকাশিতঃ 12:04 pm | June 20, 2021

স্পোর্টস ডেস্ক, কালের আলোঃ

ইউরো চ্যাম্পিয়নশিপের চলতি আসরে ড্রয়ের বৃত্ত থেকে বের হতে পারলো না স্পেন। প্রথম ম্যাচে সুইডনের সঙ্গে গোলশূন্য ড্র করার পর পোল্যান্ডের সঙ্গেও করেছে ১-১ গোলে ড্র। যদিও এই ম্যাচে জয় তুলে নেওয়ার সুবর্ণ সুযোগ ছিল লুইস এনরিকের শিষ্যদের সামনে। কিন্তু সেগুলো হেলায় মিস করেছেন তারা।

ঘরের মাঠে এই ম্যাচে জয় তুলে নেওয়ার সুযোগ ছিল স্পেনের। বেশ কয়েকটি সহজ সুযোগ হাতছাড়া করার পর পেনাল্টিও মিস করেছে লুইস এনরিকের শিষ্যরা। ম্যাচের ২৫ মিনিটেই এগিয়ে গিয়েছিল স্পেন। জেরার্ড মরেনো পাসে গোল করেন আলভারো মোরাতা।

রবার্ট লেভানদোস্কিার গোলে ৫৪তম মিনিটে সমতা ফেরে পোল্যান্ড। এর ৪ মিনিট পরেই পেনাল্টি পায় স্পেন। তবে মরেনোর নেওয়া শট বাম পাশের পোস্ট কাঁপিয়ে ফিরে আসে। ম্যাচের বাকি সময় গোল করতে পারেনি কোনো দলই।

এই ড্রয়ের ফলে ২ ম্যাচ থেকে ২ পয়েন্ট নিয়ে ‘ই’ গ্রুপের তৃতীয় স্থানে রয়েছে স্পেন। সমান ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে সুইডেন।

কালের আলো/আরএস/এমএইচএস