গোমেসের গোলে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা
প্রকাশিতঃ 12:38 pm | June 22, 2021
স্পোর্টস ডেস্ক, কালের আলোঃ
প্যারাগুয়ের বিপক্ষে সাম্প্রতিক ফল সুখের ছিল না আর্জেন্টিনার। শেষ দশ ম্যাচে চারটি করে জয় আর ড্রয়ের বিপরীতে হার ছিল দুইটি। এমন প্রতিপক্ষকে কঠিন বলে মানছিলেন আর্জেন্টাইন কোচ লিওনেল স্কলানি। তবে কঠিন সেই প্রতিপক্ষকে এবার হারিয়ে দিয়েছে তার দল।
মঙ্গলবার (২২ জুন) ব্রাসিলিয়ার মানে গারিঞ্চা স্টেডিয়ামে কোপা আমেরিকার ‘এ’ গ্রুপের ম্যাচে ১-০ গোলে জিতেছে আর্জেন্টিনা। সব মিলিয়ে চার ম্যাচ পর প্যারাগুয়েকে হারাতে পারল দুইবারের বিশ্ব চ্যাম্পিয়নরা।
গোলের জন্য খুব বেশি সময় অপেক্ষা করতে হয়নি আর্জেন্টিনার। খেলার দশম মিনিটেই লিওনেল মেসির কাছ থেকে বল পেয়ে আনহেল দি মারিয়া খুঁজে নেন গোমেসকে। গোমেস সেরে নেন বাকি কাজ। সেভিয়ার এই ফরোয়ার্ডের গোলে শেষ পর্যন্ত জয় নিয়ে মাঠ ছাড়ে আর্জেন্টিনা।
এ জয়ে গ্রুপের শীর্ষে অবস্থান করছে আর্জেন্টিনা। তিন ম্যাচে দুই জয় ও এক ড্রয়ে আর্জেন্টিনার পয়েন্ট এখন ৭। এ ম্যাচে হেরে যাওয়া প্যারাগুয়ে ৩ পয়েন্ট নিয়ে আছে তালিকায় ৩ নম্বরে।
এরপর চিলি ও উরুগুয়ের পয়েন্ট যথাক্রমে ৫ ও ১। গ্রুপে চিলির অবস্থান ২ এবং উরুগুয়ের ৪। কোনো ম্যাচ না জেতা বলিভিয়া আছে ৫ নম্বরে।
কালের আলো/আরএস/এমএইচএস