হাতের চোট দেখাতে ইংল্যান্ড যাচ্ছেন তামিম
প্রকাশিতঃ 11:08 pm | September 25, 2018
কালের আলো স্পোর্টস:
দল যখন এশিয়া কাপে খেলায় ব্যস্ত, তামিম ইকবাল তখন দেশে বিশ্রামে। শ্রীলঙ্কার বিপক্ষে গ্রুপ পর্বের প্রথম ম্যাচে সুরাঙ্গা লাকমালের বাউন্সারে পুল করতে গিয়ে কব্জিতে চিঁড় ধরে তাঁর। এর আগেও ফিল্ডিং অনুশীলনে চোট পেয়েছেন তামিম। এই চোট সম্পর্কে আরো ভালোভাবে জানতে আগামীকাল বুধবার ইংল্যান্ডে যাচ্ছেন বাংলাদেশি ওপেনার।
বিসিবির চিকিৎসক দেবাশীষ চৌধুরী এ ব্যাপারে বলেন, ‘চোট পাওয়ার পর হাতের অবস্থা দেখাতেই তামিম ইংল্যান্ডে যাচ্ছেন। হাত দেখিয়েই চলে আসার কথা তাঁর। এখন আপাতত তাঁর অস্ত্রোপচার করা লাগবে না। পরে প্রয়োজন হলে অস্ত্রোপচার করা যেতে পারে।’
এদিকে দেশে ফিরে তামিম বলেন, ‘আমি অনেক ভালো ফর্মে ছিলাম। দলের হয়ে নিয়মিত রানও পাচ্ছিলাম। তাই এশিয়া কাপ নিয়ে আমি আশাবাদী ছিলাম। এটি একটি বড় টুর্নামেন্ট, সারা বিশ্ব এটি দেখছে। আমি ভালো করতে চেয়েছিলাম এই টুর্নামেন্টে। তবে দুর্ভাগ্যভবশত আমি ইনজুরিতে পড়ি এবং এই মুহূর্তে দলকে অনেক বেশি মিস করছি। অবশ্যই ইনজুরি খেলারই একটি অংশ, যা আপনি বাদ দিতে পারবেন না।’
তবে শিগগিরই জানা যাবে কবে নাগাদ আবার মাঠে দেখা যেতে পারে এই বাঁহাতি ব্যাটসম্যানকে। হাতের চিকিৎসার অগ্রগতির ব্যাপারে তামিম জানিয়েছেন, ‘প্রাথমিকভাবে ডাক্তাররা জানিয়েছেন, ইনজুরি সারতে ছয় সপ্তাহ লাগতে পারে। আমি আগামী পরশু প্রথমবারের মতো এক্স-রে করাব। তবে প্রথম এক্স-রে খুব গুরুত্বপূর্ণ। এটি দেখে সবকিছু স্বাভাবিক মনে হলে অস্ত্রোপচারের প্রয়োজন নেই। তবে অন্যকিছু মনে হলে মাঠে ফিরতে সময় আরো বেশি লাগতে পারে। সুতরাং আমি অধীর আগ্রহে অপেক্ষা করছি। আমি আশাবাদী, দ্রুত সুস্থ হয়ে উঠব এবং যত জলদি সম্ভব মাঠে ফিরে আসব।’