শিখা অনির্বাণে পুস্পস্তবক অর্পণ বিদায়ী সেনাপ্রধানের

প্রকাশিতঃ 12:47 pm | June 24, 2021

নিজস্ব সংবাদদাতা, কালের আলো:

ঢাকা সেনানিবাসস্থ শিখা অনির্বাণে পুস্পস্তবক অর্পণ করেছেন বিদায়ী সেনাপ্রধান জেনারেল ড. আজিজ আহমেদ।

বৃহস্পতিবার (২৪ জুন) সকালে তিনি পুস্পস্তবক অর্পণ করেন। এ সময় সেনাবাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পরে সেনাকুঞ্জে বিদায়ী সেনাপ্রধানকে রাষ্ট্রীয় সম্মাননা জানানো হয়। সম্মাননা শেষে বিদায়ী গার্ড পরিদর্শন করেন জেনারেল আজিজ আহমেদ।

সব আনুষ্ঠানিকতা শেষে একটি গাছের চারা রোপন করেন ড. আজিজ আহমেদ।

আজ আনুষ্ঠানিকভাবে বিদায়ী সেনাপ্রধানের স্থলাভিষিক্ত হবেন সেনা সদরের কিউএমজি লেফটেন্যান্ট জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ।

কালের আলো/ডিআরবি/এমএম