প্রথম দিনটি যেভাবে কাটালেন সেনাপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ

প্রকাশিতঃ 6:46 pm | June 24, 2021

বিশেষ সংবাদদাতা, কালের আলো :

জীবনে উঁকি দিয়েছে নতুন সূর্য। দীর্ঘ ৩৬ বছরের উজ্জ্বল কর্মময় জীবনে মিলেছে বড় এক অর্জন। স্বভাবতই নিজের মনের হীরক দ্যুতিতে চিরদিন জ্বলজ্বল করে থাকবে বৃহস্পতিবারের (২৪ জুন) দিনটি। কেননা, গৌরব আর গর্বের এই দিনটিতেই যে দেশের ১৬ তম সেনাপ্রধান হিসেবে দায়িত্বভার গ্রহণ করলেন জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ।

আরও পড়ুন: প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা এবং গুরুত্বপূর্ণ তিন বার্তা নতুন সেনাপ্রধানের (ভিডিও)

নিজের স্মৃতির পাতায় চির অমলিন দিনটিতেই প্রত্যাশা-প্রাপ্তির হিসেবভূমিতেই সুন্দর-সমৃদ্ধময় নতুন স্বপ্ন রচনা করেই অগ্রগতির সোপানে উত্তরণের আশায় জীবনের শ্রেষ্ঠতম এক অধ্যায়ে প্রবেশ করলেন বাংলাদেশ সেনাবাহিনীর নতুন এ চারতারকা জেনারেল।

এদিন সকালে বিদায়ী সেনাপ্রধান জেনারেল ড.আজিজ আহমেদের হাত থেকে দায়িত্বভার গ্রহণ করেন নতুন সেনাপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ। এরপর তিনি শিখা অনির্বাণে পুস্পস্তবক অর্পণ করে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে শাহাদাত বরণকারী সশস্ত্র বাহিনীর সদস্যদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।

আরও পড়ুন: সততা ও পেশাদারিত্বের পুরস্কার পেলেন নতুন সেনাপ্রধান এস এম শফিউদ্দিন আহমেদ

পরে সেনাকুঞ্জে সেনাবাহিনীর একটি চৌকস দল তাঁকে ‘গার্ড অব অনার’ প্রদান করে এবং সেখানে তিনি একটি গাছের চারা রোপণ করেন।

এর আগে সকালে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে নৌবাহিনী প্রধান এডমিরাল এম শাহীন ইকবাল এবং বিমান বাহিনী প্রধান এয়ার মার্শাল শেখ আব্দুল হান্নান নবনিযুক্ত সেনাবাহিনী প্রধানকে ‘জেনারেল’ র‌্যাঙ্ক ব্যাজ পরিয়ে দেন।

আরও পড়ুন: জেনারেল র‍্যাংক ব্যাজ পরানো হলো নতুন সেনাপ্রধানকে

জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ দায়িত্বগ্রহণের শুরুর দিনেই গণমাধ্যমকর্মীদের সঙ্গে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলেছেন। সেখানে তিনি গুরুত্বপূর্ণ তিনটি বার্তা দিয়েছেন। জনগণ ও সেনাবাহিনীর মাঝে কোন দূরত্ব থাকবে না-তাঁর এই ঐতিহাসিক উচ্চারণ দেশের সাধারণ মানুষের কাছেই পৌঁছেছে খুশির এক খবর হয়েই।

১৯৬৩ সালের পহেলা ডিসেম্বর খুলনা জেলার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ। তাঁর পিতা বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক শেখ মোহাম্মদ রোকন উদ্দিন আহমেদ স্বাধীনতা-পূর্বকালে টানা দুই যুগ জনপ্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেন।

আরও পড়ুন: অভিনন্দনের জোয়ারে নতুন সেনাপ্রধান এস এম শফিউদ্দিন আহমেদ

জেনারেল শফিউদ্দিন আহমেদ ১৯৮৩ সালের ২৩ ডিসেম্বর বাংলাদেশ মিলিটারি একাডেমি থেকে নবম দীর্ঘমেয়াদি কোর্সের সাথে কমিশন লাভ করেন। কমিশন পরবর্তী তিনি পার্বত্য চট্টগ্রামে অপারেশন এলাকায় ইস্ট বেঙ্গল রেজিমেন্টে যোগদানপূর্বক তার সামরিক কর্মজীবন শুরু করেন।

জেনারেল শফিউদ্দিন ডিফেন্স সার্ভিসেস কমান্ড এ্যান্ড ষ্টাফ কলেজ থেকে স্নাতক ডিগ্রি অর্জনের পাশাপাশি জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে মাষ্টারস্ ইন ডিফেন্স ষ্টাডিজ এবং বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস্ (বিইউপি) থেকে ডেভেলপমেন্ট এ্যান্ড সিকিউরিটি ষ্টাডিজ -এ প্রথম বিভাগে অসামান্য ফলাফলসহ এমফিল সম্পন্ন করেন।

বর্তমানে তিনি বিইউপি’র অধীনে পিএইচডি সম্পন্ন করতে অধ্যয়নরত আছেন। জেনারেল শফিউদ্দিন আহমেদ প্রথম স্থান অধিকার এবং এমআইএসটি গোল্ড মেডেল অর্জনসহ ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ ডিগ্রি অর্জন করেন।

তিনি ২০১০ সালে সফলতার সাথে চীনের ন্যাশনাল ডিফেন্স ইউনিভার্সিটি (এনডিইউ) থেকে ডিফেন্স এ্যান্ড স্ট্র্যাটেজিক ষ্টাডিজ কোর্স এবং মিরপুরে ডিফেন্স সার্ভিসেস কমান্ড এ্যান্ড স্টাফ কলেজ হতে আর্মি স্টাফ কোর্স সম্পন্ন করেন। পাশাপাশি তিনি এনডিইউ, ওয়াশিংটন হতেও গ্র্যাজুয়েশন সম্পন্ন করেন।

নিজের বর্ণাঢ্য চাকুরি জীবনে এস এম শফিউদ্দিন আহমেদ জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) হিসেবে আর্মি ট্রেনিং এ্যান্ড ডকট্রিন কমান্ড বাংলাদেশ সেনাবাহিনীর একমাত্র লজিষ্টিকস্ ফরমেশন এবং ১৯ পদাতিক ডিভিশন কমান্ড করেন। এছাড়াও তিনি একটি পদাতিক ব্রিগেডের ব্রিগেড কমান্ডার, বাংলাদেশ মিলিটারি একাডেমিতে ব্যাটালিয়ন কমান্ডার এবং পার্বত্য চট্টগ্রামে কাউন্টার ইন্সারজেন্সি অপারেশন এলাকায় একটি পদাতিক ব্যাটালিয়নের অধিনায়ক হিসেবে কমান্ড নিযুক্তিতে অধিষ্ঠিত ছিলেন। তিনি বাংলাদেশ ইনষ্টিটিউট অব ইন্টারন্যাশনাল ষ্টাডিজ (বিআইআইএস) এর মহাপরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেন।

জেনারেল শফিউদ্দিন আহমেদ বাংলাদেশ সেনাবাহিনীর একজন পাইওনিয়ার ডেপুটি ফোর্স কমান্ডার হিসেবে ২০১৪-২০১৬ পর্যন্ত ইউনাইটেড ন্যাশনস্ মাল্টিডাইমেনশনাল ইন্টিগ্রেটেড স্ট্যাবিলাইজেশন মিশন ইন দ্যা সেন্ট্রাল আফ্রিকা (মিনুস্কা)তে বহুজাতিক বাহিনীর নেতৃত্ব প্রদান করেন এবং অসামান্য কর্মদক্ষতা প্রদর্শনের জন্য এসআরএসজি কর্তৃক সাইটেশন প্রাপ্ত হন। তিনি বিভিন্ন ফরমেশন সদর দপ্তরে সিনিয়র অপারেশনাল এবং প্রশাসনিক ষ্টাফ অফিসারসহ সিনিয়র ডাইরেক্টিং স্টাফ হিসেবে ন্যাশনাল ডিফেন্স কলেজ, প্রশিক্ষক হিসেবে ক্যাডেট কলেজ ও প্লাটুন কমান্ডার হিসেবে বাংলাদেশ মিলিটারি একাডেমিতে দায়িত্ব পালন করেন।

তিনি সদর দপ্তর আর্মি ট্রেনিং এ্যান্ড ডকট্রিন কমান্ড (আর্টডক) এর চিফ অব ডকট্রিন ডিভিশন এবং সেনাবাহিনী সদর দপ্তরে সামরিক প্রশিক্ষণ পরিদপ্তরের পরিচালক হিসেবে অত্যন্ত সফলতার সাথে দায়িত্ব পালন করেন। সেনাপ্রধান হিসেবে দায়িত্ব গ্রহণের আগে এস এম শফিউদ্দিন আহমেদ সেনাসদরে কোয়ার্টার মাষ্টার জেনারেল (কিউএমজি) হিসেবে নিয়োজিত ছিলেন। ব্যক্তিগত জীবনে তিনি বিবাহিত ও দুই কন্যা সন্তানের গর্বিত বাবা।

এর গণভবনে নবনিযুক্ত সেনাবাহিনী প্রধান লেফটেন্যান্ট জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদকে জেনারেল র‌্যাংক ব্যাজ পরানো হয়।

এরপর প্রধানমন্ত্রী শেখ হাসিনা নব নিযুক্ত সেনাপ্রধানকে ফুলেল শুভেচ্ছা জানান।

কালের আলো/এমএএএমকে