স্মৃতিসৌধে নতুন সেনাপ্রধানের শ্রদ্ধা

প্রকাশিতঃ 12:36 pm | June 26, 2021

নিজস্ব সংবাদদাতা, কালের আলো:

সাভারে জাতীয় স্মৃতিসৌধে বাংলাদেশ সেনাবাহিনীর নবনিযুক্ত সেনাপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ ফুল দিয়ে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন।

আরও পড়ুন: বীর মুক্তিযোদ্ধা শেখ রোকন উদ্দিন আহমেদের সন্তানই এখন দেশের সেনাপ্রধান

শনিবার (২৬ জুন) জাতীয় স্মৃতিসৌধে তিনি ফুল দিয়ে এ শ্রদ্ধা নিবেদন করেন।

শ্রদ্ধা নিবেদন শেষে সেনাপ্রধান মহান স্বাধীনতাযুদ্ধের বীর শহীদদের স্মরণে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। পরে তাদের সম্মানে সালাম প্রদর্শন করেন।

আরও পড়ুন: বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে নতুন সেনাপ্রধানের শ্রদ্ধা

এ সময় বিউগলএ করুণ সুর বাজানো হয় ও সেনাবাহিনীর চৌকস দল ‘গার্ড অব অনার’ প্রদান করেন।

স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে স্বাক্ষর শেষে ১১টা ১০ মিনিটে সেনাপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ গোপালগ‌ঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণের জন্য রওনা দেন।

কালের আলো/আরএস/এমএইচএস