পায়ের তলায় মাটি নেই বলেই জাতীয় ঐক্য: সমাজকল্যাণমন্ত্রী

প্রকাশিতঃ 9:21 pm | September 26, 2018

কালের আলো ডেস্ক:

ড. কামাল হোসেন ও বদরুদ্দোজা চৌধুরী মিলে বিএনপিকে পুঁজি করে তাদের রাজনৈতিক ফায়দা নেওয়ার পাঁয়তারা করছেন বলে মন্তব্য করেছেন সমাজকল্যাণমন্ত্রী ও বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন। তিনি বলেন, নানা নামে যারা ঐক্য করার চেষ্টা করছেন, তাদের নিজেদের পায়ের তলায় মাটি নেই। তাই তারা বিএনপি-জামায়াতের ওপর ভর করছেন।

বুধবার রাজধানীর ইস্কাটন গার্ডেন স্কুল মাঠে ১৯ নং ওয়ার্ড, রমনা থানা ও ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। রাশেদ খান মেনন বলেন, যারা জাতীয় ঐক্য করছেন তারা হয়তো ভুলে গেছেন- তাদের ভরসার দল বিএনপি গত ৯ বছরে ৯টি আন্দোলনও করে দেখাতে পারেনি।

বিএনপির ভরসায় ড. কামাল হোসেন যেভাবে আকাশে উড়াল দিতে চাচ্ছেন, তার সেই স্বপ্ন বাস্তবতার আলো দেখবে না। জনবিচ্ছিন্ন লোকের নেতৃত্বে আন্দোলনের ভয় দেখিয়ে কোনো ফায়দা হবে না।

১৯ নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি আব্দুস সালামের সভাপতিত্বে সভায় রমনা থানা আওয়ামী লীগ সভাপতি মোখলেছুর রহমান, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, ১৯ নং ওয়ার্ড কাউন্সিলর মুন্সী কামরুজ্জামান কাজল, ঢাকা মহানগর আওয়ামী লীগের ত্রাণবিষয়ক সম্পাদক রইসুল আলম ময়না, স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. নজরুল ইসলাম, ১৯ ওয়ার্ড আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি মো. হানিফ প্রমুখ বক্তব্য দেন।