বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে নতুন সেনাপ্রধানের শ্রদ্ধা

প্রকাশিতঃ 12:49 pm | June 26, 2021

নিজস্ব সংবাদদাতা, কালের আলো:

রাজধানীর ধানমণ্ডিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন নবনিযুক্ত সেনাপ্রধান জেনারেল এসএম শফিউদ্দিন আহমেদ।

আরও পড়ুন: বীর মুক্তিযোদ্ধা শেখ রোকন উদ্দিন আহমেদের সন্তানই এখন দেশের সেনাপ্রধান

শনিবার (২৬ জুন) সকালে তিনি ফুল দিয়ে শ্রদ্ধা জানান। পরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর ঘুরে দেখেন তিনি।

পরিদর্শন বইয়ে সইয়ের পর সেনাপ্রধান সাংবাদিকদের বলেন, বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর পরিদর্শন করতে পেরে নিজেকে সৌভাগ্যবান মনে করছি।

আরও পড়ুন: স্মৃতিসৌধে নতুন সেনাপ্রধানের শ্রদ্ধা

এছাড়া এদিন তিনি সাভারে জাতীয় স্মৃতিসৌধে বাংলাদেশ সেনাবাহিনীর নবনিযুক্ত সেনাপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ ফুল দিয়ে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান।

কালের আলো/ডিআরবি/এমএম