বিজয়ীদের হাত ধরে বিশ্ব জয়ের পথে এগিয়ে যাবে ওয়ালটন

প্রকাশিতঃ 9:03 pm | June 26, 2021

টেক ডেস্ক,কালের আলোঃ

ওয়ালটন ফিউচার লিডার্স প্রোগ্রাম (ডব্লিউএফএলপি)- ২০২১ এর গ্র্যান্ড ফিনালে বিজয়ীরা নিয়োগ পেলেন ওয়ালটনে। ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার্স পদে দেশের ইলেকট্রনিক্স জায়ান্ট খ্যাত ওয়ালটনে এ ধরনের প্রতিযোগিতার মাধ্যমে চাকুরী পেয়ে তারা আনন্দিত। ‘ভিশন- গো গ্লোবাল ২০৩০’ অর্জনের পথে ভবিষ্যৎ সৃজনশীল, মেধাবী ও তরুণ নেতৃত্ব বাছাইয়ের লক্ষ্যে ফিউচার লিডার্স প্রোগ্রামের আওতায় এই ব্যতিক্রমী উদ্যোগ নেয় সুপারব্র্যান্ড ওয়ালটন।

শনিবার (জুন ২৬) রাজধানীর বসুন্ধরায় ওয়ালটন কর্পোরেট অফিসে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে এবং সামাজিক দূরত্ব বজায় রেখে ডব্লিউএফএলপি-২০২১ এর গ্র্যান্ড ফিনালে আয়োজন করা হয়। চুড়ান্ত রাউন্ডে বিজয়ী হয়েছেন ১৪ জন।

ফিউচার লিডার্স প্রোগ্রামে অংশগ্রহণকারী ২৬ হাজার প্রতিযোগীর মধ্যে চূড়ান্ত রাউন্ডে অংশ নিয়েছেন ১৪ জন। এদের মধ্যে থেকে বিজয়ীরা ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার পদে দেশের ইলেকট্রনিক্স জায়ান্ট খ্যাত ওয়ালটনে নিয়োগ পাবেন।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত রয়েছেন ওয়ালটনের নির্বাহী পরিচালক এসএম জাহিদ হাসান, কর্নেল (অব.) এস এম শাহাদাত আলম ও আমিন খান, চিফ মার্কেটিং অফিসার মো. ফিরোজ আলম, এয়ারকন্ডিশনার প্রোডাক্ট সিইও মো. তানভীর রহমান, রেফ্রিজারেটর প্রোডাক্ট সিইও আনিসুর রহমান মল্লিক, হোম অ্যাপ্লায়েন্স প্রোডাক্ট সিইও আল-ইমরান, ফিউচার লিডার্স প্রোগ্রামের প্রকল্প পরিচালক মো. তানভীর আনজুম ও উপ-প্রকল্প পরিচালক মাশহারার ভূঁইয়া প্রমুখ।

তানভীর আনজুম জানান, ওয়ালটন বিশ্বের অন্যতম সেরা ইলেকট্রনিক্স ব্র্যান্ড হয়ে উঠার লক্ষ্য স্থির রয়েছে। ওয়ালটনের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী গোলাম মুর্শেদ এর নাম দিয়েছেন ‘ভিশন- গো গ্লোবাল ২০৩০’। লক্ষ্য বাস্তবায়নে ভবিষ্যৎ সৃজনশীল, মেধাবী ও তরুণ নেতৃত্ব বাছাই ও নিয়োগ দিতে ফিউচার লিডার্স প্রোগ্রামের এই উদ্যোগ।

উপ-প্রকল্প পরিচালক মো. মাশহারার ভূঁইয়া জানান, প্রার্থীদের কাছ থেকে গত এপ্রিল ও মে মাসে সিভি নেওয়া হয়। জমা পড়ে ২৬ হাজার সিভি । তিন রাউন্ডে আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী লিখিত পরিক্ষা, কেস স্ট্যাডি ও গ্রুপ ডিসকাশন, ভাইবা ইত্যাদি প্রক্রিয়ায় দুইশ প্রার্থীকে বাছাই করা হয়। তারা ফিউচার লিডার্স প্রোগ্রামের চূড়ান্ত রাউন্ডে অংশ নিয়েছেন। এরপর এই গ্রান্ড ফিনালে।

সূত্রমতে, ‘ভিশন-গো গ্লোবাল ২০৩০’ অর্জনে দীর্ঘ ও স্বল্প মেয়াদি পরিকল্পনার সমন্বয়ে রোডম্যাপ তৈরি করেছে ওয়ালটন। যা ধাপে ধাপে বাস্তবায়ন করা হচ্ছে।

কালের আলো/আরএস/এমএইচএস