ধানমন্ডির ৩২ নম্বরের ইতিহাসের স্বাক্ষী সেই বাড়িটিতে আবেগে আপ্লুত সেনাপ্রধান

প্রকাশিতঃ 9:15 pm | June 26, 2021

বিশেষ সংবাদদাতা, কালের আলো:

বাঙালির স্বাধিকার আন্দোলন থেকে শুরু করে স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়-প্রতিটি ঘটনারই স্বাক্ষী সেই বাড়িটি। এখানেই প্রায় ১৪ টি বছর স্বপরিবারে কাটিয়েছেন বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের মহানায়ক জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। দেশের ইতিহাসের অবিচ্ছেদ্য অংশ হিসেবে ঠাঁই দাঁড়িয়ে থাকা এই বাড়িটিকেই ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মৃতি জাদুঘর’ হিসেবে প্রতিষ্ঠা করেছেন বঙ্গবন্ধু কন্যা, প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আরও পড়ুন: বীর মুক্তিযোদ্ধা শেখ রোকন উদ্দিন আহমেদের সন্তানই এখন দেশের সেনাপ্রধান

শনিবারের (২৬ জুন) সকালে বাঙালি জাতির জন্ম ইতিহাসের সূতিকাগার এই বাড়িটিতেই ছুটে গেলেন দেশের ১৭ তম সেনাপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ। ঘুরে ঘুরে দেখলেন কালের স্বাক্ষী হয়ে থাকা স্মৃতি জাদুঘরটির বিভিন্ন কক্ষ।

এই বাড়িটিতেই রয়েছে বঙ্গবন্ধুর শয়ন কক্ষ, পড়ার ঘর, ছোট্ট একটি ড্রয়িং রুম যেখানে পরিবারের সবাইকে নিয়ে বসে টিভি দেখতেন ধন্য সেই পুরুষ। আছে বঙ্গবন্ধু ব্যবহৃত পাইপ, চশমাসহ বিভিন্ন ব্যবহার সামগ্রী। এসব ব্যক্তিগত স্মৃতিচিহ্নের পাশাপাশি ঐতিহাসিক নানা ঘটনাপ্রবাহের সাক্ষ্যও আজও অমলিন এই বাড়িতে। এসব কিছুই দেখার ফাঁকে স্বভাবতই তখন নতুন সেনাপ্রধানের চোখের কোণে কয়েক ফোটা মণিমুক্তো।

আরও পড়ুন: প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা এবং গুরুত্বপূর্ণ তিন বার্তা নতুন সেনাপ্রধানের (ভিডিও)

এই বাড়িটির প্রতিটি স্থানে ছড়িয়ে আছে বঙ্গবন্ধু, তাঁর স্ত্রী বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবসহ পরিবারের অন্যদের আরও অনেক স্মৃতি। একটি কক্ষের পাশেই বঙ্গবন্ধুর পড়ার ঘর। এখানে বসে জাতির পিতা লেখালেখি করতেন। এখান থেকেই তিনি ১৯৭১ সালে স্বাধীনতার ঘোষণাপত্র পাঠিয়েছিলেন। অমলিন এসব স্মৃতি আপ্লুত করে জেনারেল এস এম শফিউদ্দিনকেও।

ইতিহাসের কলঙ্কিত ভয়াল পঁচাত্তরের ১৫ আগস্টের নির্মমতার চিহ্ন দেখে কিছুক্ষণের জন্য থমকে যান নতুন সেনাপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ। দীর্ঘ সময় বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর পরিদর্শনের সময় কার্যত তার মুখচ্ছবিতে ফুটে ওঠে বেদনার চিহ্ন। আবেগে আপ্লুত হয়ে পড়েন এ চারতারকা জেনারেল। এ সময় তার সঙ্গেই ছিলেন জীবনসঙ্গী বেগম নুরজাহান আহমেদ ও নিজের রক্তের উত্তরাধিকার। বাঙালীর ইতিহাস ছোঁয়া এ বাড়িটি শোকাচ্ছন্ন করে তাদেরকে।

আরও পড়ুন: টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে নতুন সেনাপ্রধানের শ্রদ্ধা

বঙ্গবন্ধু ভবন পরিদর্শন শেষে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন জেনারেল এস এম শফিউদ্দিন। আবেগমোথিত কন্ঠে তিনি উচ্চারণ করেন-‘আমাদের হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে শ্রদ্ধা জানাতে পারা সেনাপ্রধান হিসেবে আমার জন্য সৌভাগ্য।’

আরও পড়ুন: বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে নতুন সেনাপ্রধানের শ্রদ্ধা

এর আগে রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন সেনাপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ। পরে তিনি সেখানে রক্ষিত পরিদর্শন বইয়েও স্বাক্ষর করেন বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর)।

ধানমন্ডির ৩২ নম্বর থেকে সেনাপ্রধান সাভারে জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের শ্রতি শ্রদ্ধা জানিয়ে স্মৃতিসৌধের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন। সেখানে বীর শহীদদের সম্মানে সালাম প্রদান করেন। তখন বিউগলের সুরে সেনাবাহিনীর একটি চৌকস দল ‘গার্ড অব অনার’ প্রদান করে। সেখানে রাখা পরিদর্শন বইয়েও স্বাক্ষর করেন সেনাপ্রধান এস এম শফিউদ্দিন আহমেদ। সাভারের জাতীয় স্মৃতিসৌধে নতুন সেনাপ্রধান গিয়ে পৌঁছালে তাকে স্বাগত জানান সেনাবাহিনীর নবম পদাতিক ডিভিশনের জিওসি মেজর মোহাম্মদ জেনারেল শাহিনুল হক।

পরে শনিবার (২৬ জুন) দুপুরে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন সদ্য দায়িত্বপ্রাপ্ত সেনাপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ। এদিন দুপুরে টুঙ্গিপাড়ায় পৌঁছে বঙ্গবন্ধুর সমাধি সৌধের বেদীতে পুষ্পস্তবক অর্পণ করেন তিনি। পরে ফাতেহা পাঠ ও মোনাজাতে অংশ নেন নবনিযুক্ত সেনাপ্রধান।

আরও পড়ুন: স্মৃতিসৌধে নতুন সেনাপ্রধানের শ্রদ্ধা

এ সময় সেনাবাহিনীর একটি চৌকস দল গার্ড অব অনার প্রদান করেন। শ্রদ্ধা নিবেদন শেষে বঙ্গবন্ধুর ভবনে রাখা মন্তব্য বইতে স্বাক্ষর করেন সেনাপ্রধান এস এম শফিউদ্দিন আহমেদ।

শ্রদ্ধা নিবেদনের সময় যশোর সেনানিবাসের জিওসি মেজর জেনারেল নূরুল আনোয়ার, অ্যাডজুটেন্ট জেনারেল মেজর জেনারেল শাকিল আহমেদ, সেনা সদরের সামরিক সচিব মেজর জেনারেল খালেদ আল মামুন, ব্রিগেডিয়ার জেনারেল ফেরদৌস হাসান সেলিম, সামরিক গোয়েন্দা পরিদপ্তরের (এমআই) পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আ. ফ. ম. আতিকুর রহমান, ব্রিগেড কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মনোয়ার হোসেন, ১০৫ ব্রিগেড কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল হাফিজুর রহমান উপস্থিত ছিলেন।

দেশের ১৭তম সেনাপ্রধান হিসেবে গত বৃহস্পতিবার (২৪ জুন) দায়িত্ব নিয়েছেন জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ। সেদিন তিনি বিদায়ী সেনাবাহিনী প্রধান জেনারেল ড.আজিজ আহমেদের কাছ থেকে দায়িত্বভার গ্রহণ করেন।

দায়িত্ব গ্রহণের পর নবনিযুক্ত সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ শিখা অনির্বাণে পুস্পস্তবক অর্পণ করে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে শাহাদাত বরণকারী সশস্ত্র বাহিনীর সদস্যদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান। এরপর সেনাকুঞ্জে সেনাবাহিনীর একটি চৌকস দল তাঁকে ‘গার্ড অব অনার’ প্রদান করে। সেখানে সেনাপ্রধান একটি গাছের চারা রোপণ করেন।

ওইদিন বৃহস্পতিবার সকালে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম শাহীন ইকবাল ও বিমান বাহিনী প্রধান এয়ার মার্শাল শেখ আব্দুল হান্নান নবনিযুক্ত সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদকে ‘জেনারেল’ র‌্যাঙ্ক ব্যাজ পরিয়ে দেন।

আগামী তিন বছর বাংলাদেশ সেনাবাহিনীকে ‘কমান্ড’ করবেন জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ। নতুন দায়িত্ব পাওয়ায় জেনারেল শফিউদ্দিনকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও রাষ্ট্রপতি আবদুল হামিদ। নতুন সেনাপ্রধানও তাদেরকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতি তাঁর সফলতা কামনা করেছেন।

কালের আলো/ডিআর/এএএমকে