ব্রাজিল দলে হঠাৎ দুঃসংবাদ

প্রকাশিতঃ 2:16 pm | June 27, 2021

স্পোর্টস ডেস্ক, কালের আলোঃ

কোপা আমেরিকায় টানা তিন জয়ে ব্রাজিল রীতিমতো উড়ছে। কোয়ার্টার ফাইনাল নিশ্চিত হয়ে গেছে দলটির, শেষ ম্যাচে না হারলে নিশ্চিত গ্রুপ শ্রেষ্ঠত্বও। তবে এমন শান্তিপূর্ণ আবেশে খানিকটা ছেদ পড়েছে দলটির। ‘বি’ গ্রুপের শেষ ম্যাচে যখন দলটি মাঠে নামবে, তার ঠিক আগে চোটের কারণে টুর্নামেন্ট থেকেই ছিটকে গিয়েছেন দলের অভিজ্ঞ ডিফেন্ডার ফেলিপে মন্তেইরো।

অনুশীলনে সম্প্রতি তার পা গিয়েছে মচকে। যে কারণে চলতি কোপা আমেরিকায় আর দেখা মিলবে না তার।

প্রথমে চোটকে অত গুরুত্ব দিয়ে দেখেননি ফেলিপে ও ব্রাজিল দলের মেডিকেল টিম। পরে পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে বোঝা যায় চোটটি বেশ গভীর।

এমন খবরে কোচ তিতের মতো দুশ্চিন্তায় পড়েছে ইউরোপসেরা ক্লাব অ্যাটলেটিকো মাদ্রিদ। অ্যাটলেটিকোর নির্ভরযোগ্য ডিফেন্ডার ফেলিপে মন্তেইরো। জানা গেছে, আগামী মৌসুমের শুরুতেও দলের হয়ে খেলার তেমন সম্ভাবনা নেই এ ডিফেন্ডারের।

সে ক্ষেত্রে হোসে হিমেনেজ, স্তেফান সাভিচ, মারিও হার্মোসোর মতো ডিফেন্ডারদের ওপরেই ভরসা করতে হবে দিয়েগো সিমিওনেকে।

এদিকে ফেলিপের অনুপস্থিতিতে ইকুয়েডরের বিপক্ষে দলে আরেকজন সেন্টারব্যাক নিয়েছেন ব্রাজিল কোচ তিতে। রেড বুল ব্রাগান্তিনোর রাইটব্যাক লিও অরতিজ সুযোগ পেয়েছেন ফেলিপের চোটের কারণে।

কালের আলো/টিআরকে/এসআইএল