অতিরিক্ত সময়ের রোমাঞ্চে প্রথমবার কোয়ার্টারে ইউক্রেন
প্রকাশিতঃ 12:11 pm | June 30, 2021
স্পোর্টস ডেস্ক, কালের আলোঃ
ইউক্রেন ও সুইডেনের মধ্যকার ম্যাচটি নির্ধারিত ৯০ মিনিট ১-১ সমতায় শেষ হলে খেলা গড়ায় অতিরিক্ত সময়ে। আর অতিরিক্ত সময়ের রোমাঞ্চকর লড়াই শেষে অন্তিম মুহূর্তের গোলে সুইডেনকে ২-১ গোলের ব্যবধানে হারিয়ে নিজেদের ইতিহাসে প্রথমবারের মতো কোয়ার্টার ফাইনালের টিকিট কাটল ইউক্রেন।
গ্লাসগোর হ্যাম্পডেন পার্কে মঙ্গলবার (২৯ জুন) রাতে শেষ ষোলোর ম্যাচে ২-১ গোলে জিতেছে ইউক্রেন। অলেকসান্দার জিনচেঙ্কোর গোলে পিছিয়ে পড়ার পর সুইডেনকে ম্যাচে ফেরান এমিল ফর্সবার্গ।
ম্যাচের ২৭তম মিনিটে ওলেক্সান্ডার জিনচেঙ্কোর গোলে লিড নেয় ইউক্রেন। এরপর ৪৩তম মিনিটে এমিল ফোর্সবার্গের গোলে সমতায় ফেরে সুইডেন। তবে অতিরিক্ত সময়ে মার্কাস ড্যানিয়েলসন লাল কার্ড দেখলে ১০ জনের দলে পরিণত হয় সুইডিশরা। আর এর সুযোগ নিয়েই ম্যাচের ১২১তম মিনিটে অ্যারতেম ডভবিকের গোলের ম্যাচে ২-১ ব্যবধানে লিড নেয় ইউক্রেন। আর তাতেই কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে ইউক্রেন।
গ্রুপ পর্বে নেদারল্যান্ডসের বিপক্ষে হার দিয়ে শুরু ইউক্রেনের এরপর নর্থ মেসিডোনিয়ার বিপক্ষে জয় আর শেষ ম্যাচে অস্ট্রিয়ার বিপক্ষে আবারও হার। তিন পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে এগিয়ে থেকে তৃতীয় দল হিসেবে শেষ ষোলর টিকিট কাটে ইউক্রেন। অন্যদিকে স্পেনের বিপক্ষে ড্র, পোল্যান্ড আর স্লোভাকিয়াকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়া সুইডেন হেরে বসলো ইউক্রেনের কাছে!
৯০ মিনিটেই নির্ধারণ হয়ে যেতে পারত ম্যাচের ভাগ্য। কিন্তু দুই দলের তিনটি প্রচেষ্টা লাগল পোস্ট আর ক্রসবারে। আর তাতেই ম্যাচ গড়াল অতিরিক্ত সময়ে। অতিরিক্ত সময়ের ৯৮তম মিনিটে সুইডিশ খেলোয়াড় ড্যানিয়েলসন স্লাইড দিয়ে বেসেডিনের কাছ থেকে বল কেড়ে নেন। তবে বল জিতলেও বিপজ্জনক ট্যাকেল করেন। সঙ্গে সঙ্গে দেখা মেলে বেসেডিনের হাঁটু বেঁকে গেছে আর মাঠে পড়ে কাতরাচ্ছেন। এরপর ভিএআরের সাহায্য নিয়ে ড্যানিয়েলসনকে সরাসরি লাল কার্ড দেখালে ১০ জনের দলে পরিণত হয় সুইডিশরা।
আগামী ২ জুলাই প্রথম কোয়ার্টার ফাইনালে সুইজারল্যান্ড খেলবে স্পেনের বিপক্ষে। একই দিন বেলজিয়ামের মুখোমুখি হবে ইতালি। ৩ জুলাই মাঠে নামবে চেক রিপাবলিক ও ডেনমার্ক। ওই দিনই শেষ কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ড মোকাবেলা করবে ইউক্রেনকে।
কালের আলো/আরএস/এমএইচএস