টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

প্রকাশিতঃ 7:16 pm | September 28, 2018

কালের আলো স্পোর্টস:
একটি ট্রফির অপেক্ষা। ভারতের বিপক্ষে রোমাঞ্চকর ফাইনালে মুখোমুখি বাংলাদেশ। দুবাইয়ে এশিয়া কাপের শিরোপা লড়াইয়ে টস জিতেছে ভারত। প্রথমে তারা বাংলাদেশকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছে।

চলতি এশিয়া কাপে এখন পর্যন্ত অপরাজিত ভারত। তারা চার ম্যাচ জিতেছে, একটি টাই করেছে আফগানিস্তানের বিপক্ষে। আর সবমিলিয়ে বাংলাদেশ জিতেছে তিন ম্যাচ, দুটি ম্যাচ হেরেছে ভারত আর আফগানিস্তানের কাছে।

বাংলাদেশ একাদশ : লিটন দাস, সৌম্য সরকার, মোহাম্মদ মিঠুন, মুশফিকুর রহীম, ইমরুল কায়েস, মাহমুদউল্লাহ, মেহেদী হাসান মিরাজ, মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), নাজমুল ইসলাম অপু, রুবেল হোসেন, মোস্তাফিজুর রহমান।

ভারত একাদশ : রোহিত শর্মা (অধিনায়ক), শেখর ধাওয়ান, আম্বাতি রাইডু, দিনেশ কার্তিক, মহেন্দ্র সিং ধোনি, কেদর যাদব, রবীন্দ্র জাদেজা, ভুবনেশ্বর কুমার, কুলদ্বীপ যাদব, যুজবেন্দ্র চাহাল, জাসপ্রিত বুমরাহ।