সিইসি বিএনপিকে ভয় দেখাচ্ছেন: রিজভী

প্রকাশিতঃ 7:19 pm | September 28, 2018

বিশেষ প্রতিবেদক, কালের আলো:

নিবন্ধন ঝুঁকির কথা বলে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) বিএনপিকে ভয় দেখাচ্ছেন বলে অভিযোগ করেছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে শুক্রবার আয়োজিত এক সংবাদ সমেম্মলনে তিনি এ অভিযোগ করেন।

রিজভী বলেন, বিএনপিকে ভয় দেখিয়ে তিনি (সিইসি) বর্তমান সরকারের অধীনে নির্বাচনে অংশগ্রহণের কৌশল নিয়েছেন। তার এহেন কথা শুনে মনে হয়, পাতানো নির্বাচনের ব্যবস্থা করতে সর্বশক্তি নিয়োগ করেছেন তিনি। তার এই বক্তব্য ভোটারবিহীন নির্বাচনেরই প্রতিধ্বনি।

সিইসিকে উদ্দেশ্য করে তিনি বলেন, বিএনপির মতো একটি জনসম্পৃক্ত রাজনৈতিক দলের অতীত অর্জন, কীর্তি, সংগ্রাম ও অঙ্গীকার রক্ষার মধ্য দিয়ে জনগণের ভেতরে যে মজবুত অবস্থান তৈরি হয়, সেই দলের নিবন্ধন থাকে জনগণের হাতে। জনপ্রিয় রাজনৈতিক দলকে কাগুজে নিবন্ধনের ঝুঁকির কথা বলে লাভ হবে না। জনগণের বিচারই রাজনৈতিক দলের টিকে থাকার মাপকাঠি।

প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদার কর্মকাণ্ডের সমালোচনা করে রিজভী বলেন, ‘সিইসি কমিশনের আধিকারি হিসেবে ক্ষমতাসীনদের দাসত্ব করতে স্বাচ্ছন্দবোধ করেন। তিনি ক্ষমতাসীনদের সঙ্গে মিশতে তাদের মুখপাত্রে পরিণত হয়েছেন। বিএনপির নিবন্ধন নিয়ে কোনো অশুভ পরিকল্পনা থাকলে সরকারের পাশাপাশি আপনাকেও পতনের ঝুঁকিতে পড়তে হবে খুব শিগগিরই।’

সংবাদ সম্মেলনে দলের চেয়ারপারসনের উপদেষ্টা আবুল খায়ের ভূঁইয়া, যুগ্ম মহাসচিব মাহবুবউদ্দিন খোকন, সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু, কেন্দ্রীয় নেতা আবদুস সালাম আজাদ, মুনির হোসেন, আবদুল বারী ড্যানী প্রমুখ উপস্থিত ছিলেন।