‘হাসিনা- আ ডটারস টেল’
প্রকাশিতঃ 10:01 pm | September 28, 2018
বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার জীবন আখ্যান নিয়ে নির্মিত হয়েছে তথ্যভিত্তিক-চলচ্চিত্র (ডকু-ড্রামা) ‘হাসিনা- আ ডটারস টেল’। প্রধানমন্ত্রীর জন্মদিনের আগের দিন ইউটিউব ও ফেসবুকে প্রকাশ হয়েছে ডকু ড্রামাটির ট্রেলার। যা ইতিমধ্যেই বেশ সাড়া ফেলেছে।
ডকু ড্রামাটিতে ফুটিয়ে তোলা হয়েছে জাতির জনকের কন্যার জীবন সংগ্রাম, দুঃখ-বিষাদ, ব্যক্তিগত আখ্যান, নৈকট্যের গল্পসহ অজানা নানা ঘটনা।
বার্তা সংস্থা ইউএনবির খবর অনুযায়ী, ‘হাসিনা- এ ডটারস টেল’ প্রযোজনা করেছে আওয়ামী লীগের গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন (সিআরআই)।
সিআরআই এবং অ্যাপলবক্স ফিল্মসের প্রতিষ্ঠাতা ও পরিচালক রেজাউর রহমান খান পিপলু সিনেমাটি নির্মাণ করেছেন।
সূত্র জানায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে ৭০ মিনিট দৈর্ঘ্যের এই সিনেমাটি নির্মাণ করতে পাঁচ বছর লেগেছে পরিচালকের।
সিনেমাটির পরিচালক পিপলু প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আন্তরিক ভঙ্গিতে চিত্রায়ণ করেছেন বিভিন্ন ভূমিকায়। কখনো বঙ্গবন্ধুর মেয়ে কিংবা কারও বোন, কখনো একজন নেতা কিংবা সারা দেশের ‘আপা’ হিসেবে এবং সবকিছুর ঊর্ধ্বে তার ব্যক্তিসত্তাকে। শিগগিরই সারা বিশ্বে সিনেমাটি মুক্তি পাবে বলে জানা গেছে।