টাইব্রেকারে সুইজারল্যান্ডকে হারিয়ে সেমিতে স্পেন
প্রকাশিতঃ 1:01 pm | July 03, 2021
স্পোর্টস ডেস্ক, কালের আলোঃ
নকআউট পর্বের প্রথম ম্যাচে বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্সকে টাইব্রেকারে বিদায় করে দিয়েছিল সুইজারল্যান্ড। কোয়ার্টার ফাইনালে এসে আরেক ফেভারিট স্পেনকেও মুখোমুখি করেছিল ভাগ্য পরীক্ষাতে। কিন্তু টাইব্রেকারে এসে এবার আর ফুটবল দেবতা সুইসদের দিকে মুখ তুলে তাকাননি। শাকিরিদের স্বপ্নযাত্রা এখানেই থেমে গেছে! লুইস এনরিকের স্পেন ৩-১ গোলে সুইজারল্যান্ডকে হারিয়ে ইউরো চ্যাম্পিয়নশিপে প্রথম দল হিসেবে সেমিফাইনালে জায়গা করে নিয়েছে। এর আগে অতিরিক্ত ও নির্ধারিত সময়ের খেলা ১-১ গোলে ড্র ছিল।
সেন্ট পিটার্সবার্গে ম্যাচের ৮ মিনিটেই আত্মঘাতী গোলে এগিয়ে যায় স্পেন। জর্দি আলবার শটে ডেনিস জাকারিয়ার পায়ে লেগে দিক পরিবর্তন করে বল জড়িয়ে যায় জলে। এই গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় লুইস এনরিকের শিষ্যরা।
দ্বিতীয়ার্ধের শুরুতেই সারাবিয়ার জায়গায় ড্যানি অলমোকে নিয়ে আসেন এনরিকে। আলভারো মোরাতার জায়গায় এলেন জেরার্ড মোরেনো। ম্যাচের ৬৮ মিনিটে স্প্যানিশ রক্ষণভাগের ভুলে ম্যাচে সমতা ফিরিয়ে আনল সুইজারল্যান্ড। গোল করলেন শাকিরি। কিন্তু ৭৭ মিনিটে দশজনের দলে পরিণত হয় সুইজারল্যান্ড। এ সময় সরাসারি লাল কার্ড দেখে বিদায় নেন রেমো ফ্রেউলার। বাকি সময় ১০ জন নিয়েই খেলতে হয় সুইজারল্যান্ড।
ফলে ডিফেন্স জোরালো করার জন্য শাকিরি এবং সেফেরওভিচকে তুলে নিলেন সুইস ম্যানেজার। নির্ধারিত ৯০ মিনিটের শেষ দিকে একের পর এক আক্রমণ করে গেলেও গোলের দেখা পায়নি স্পেন। সুইস গোলরক্ষক ইয়ান সমার একাই রুখে দেন স্প্যানিশদের সকল প্রচেষ্টা। এরপর ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। বাড়তি সময়েও স্পেনকে জালের নাগাল পেতে দেয়নি তারা। তাতে ম্যাচ গড়ায় টাইব্রেকারে।
টাইব্রেকারে প্রথম শট পোস্টে লাগে বুসকেটসের। মিস করেন রিদ্রি। কিন্তু সুইস দলের হয়ে তিনজন মিস করেন। বৃথা গেল সুইস গোলরক্ষকের অনবদ্য লড়াই। শেষ শটে গোল করেন মিকেল। এতে টাইব্রেকারে ৩-১ ব্যবধানে সুইজারল্যান্ডকে হারিয়ে শেষ চারে পৌঁছে গেলেন আলভারো মোরাতারা।
কালের আলো/আরএস/এমএইচএস