টাইগারদের সঙ্গে কি শত্রুতা থার্ড আম্পায়ার রড টাকারের?

প্রকাশিতঃ 2:57 am | September 29, 2018

উবায়দুল হক, কালের আলো:

একবার তাসকিনের বোলিং এ্যাকশনকে অবৈধ ঘোষনা করে তুমুল সমালোচনায় পড়েছিলেন। আর এ যাত্রায় গোটা টাইগারদেরই তিনি ধসিয়ে দিলেন। তার কোপানলে পড়ে এশিয়া কাপের নিশ্চিত জয় হাতছাড়া করলো টাইগাররা। এক লিটন দাসকে তিনি যেভাবে ফেরত পাঠালেন সাজঘরে, সেই বিতর্কিত সিদ্ধান্তের কারণেই মূলত বদলে যায় ম্যাচের পরিণতি।

বাংলাদেশের বিরুদ্ধে রড টাকারের এমন সিদ্ধান্ত নতুন কিছু নয়। এ বিতর্ক শুরু বাংলাদেশ-ভারত ম্যাচে ২০১৫ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল থেকে। এরপর নিদাহাস ট্রফির ফাইনালেও বাংলাদেশকে হজম করতে হয়েছিল এমন বিতর্কিত সিদ্ধান্ত। আর আজ আবারও তেমনই সিদ্ধান্ত হজম করতে হয়েছে এশিয়া কাপের ফাইনালে। যারপরানাই বাংলাদেশের ভাগ্যে জুটলো আরও হার। স্বপ্ন ভঙ্গ হলো আরও একটি ফাইনালের শিরোপা জেতার।

ওপেনিং জুটিতে লিটন-মিরাজের ব্যাটে ১২০ রানের গুরুত্বপূর্ণ পার্টনারশিপ। ভারতের বিপক্ষে দুর্দান্ত সূচনার পর দ্রুত উইকেট হারিয়ে যখন ধুঁকছিল বাংলাদেশ, তখন সৌম্য সরকারের সঙ্গে জুটি গড়ে প্রতিরোধের আভাস দিচ্ছিলেন লিটন দাস। তাকে কোনোভাবেই যখন পরাস্ত করতে পারছিল না ভারতীয় বোলাররা। ঠিক তখনই চার-ছক্কার ফুলঝুরিতে সেঞ্চুরি করা লিটন দাসের ওপরই নেমে এল আম্পায়ারের খড়গ।

৪১তম ওভারের শেষ বলে (কুলদীপ যাদবের) এগিয়ে মারতে চেয়েছিলেন লিটন। রিপ্লাইয়ে দেখা গেছে, প্রথম পর্যায়ে পা ঠিক না থাকলেও ধোনি বল স্ট্যাম্পিং করার আগে নিরাপদে পা ছিল লিটন দাসের। কিন্তু সবাইকে অবাক করে দিয়ে থার্ড আম্পায়ার লিটন দাসকে আউট ঘোষণা করেন। ‘বেনিফিট অব ডাউট’ ব্যাটসম্যানের পক্ষে যায়। কিন্তু এমন সিদ্ধান্ত ক্রিকেটে প্রথমবার ঘটলো লিটনকে দিয়ে। ‘বেনিফিট অব ডাউট’ নামে যে নিয়ম আছে আইসিসির বাইলজে সেটা আজ ভুল প্রমাণিত হলো বাংলাদেশ-ভারতের ম্যাচে।

বারবার থার্ড আম্পায়ার রড টাকারের দেয়া এমন বিতর্কিত সিদ্ধান্তে ফুঁসে উঠেছে সামাজিক যোগাযোগ মাধ্যম। লিটনের ওই আউটকে বিতর্কিত আখ্যা দিয়েছে দেশী ও বিদেশি বিভিন্ন সংবাদমাধ্যমও। তাছাড়া ইএসপিএনের ধারাভাষ্যকার সঞ্জয় মাঞ্জরেকারও বলেছেন, ‘যে আউটের সিদ্ধান্ত নিতে বারবার রিপ্লে দেখতে হয়, সেটি ব্যাটসম্যানের পক্ষে না যাওয়া কিছুটা বিস্ময়কর।’

কালের আলো/ওএইচ

আরও পড়ুন:

দল হারলেও ফাইনাল সেরা লিটন দাস

এশিয়া কাপ অধরাই রইলো টাইগারদের

দীনেশকে ফেরালেন মাহমুদুল্লাহ

প্রথম ওভারেই উইকেট পেলেন মাশরাফি

অপুর’র প্রথম আঘাতে আউট শিখর ধাওয়ান

আম্পায়ারের বিতর্কিত সিদ্ধান্তের শিকার এবার লিটন, সমালোচনার ঝড়

বড় স্কোর গড়ার স্বপ্ন ভঙ্গ বাংলাদেশের