সাফল্যের ধারাবাহিকতায় নতুন চ্যালেঞ্জে মেজর জেনারেল আহমেদ তাবরেজ শামস চৌধুরী

প্রকাশিতঃ 3:13 pm | July 05, 2021

বিশেষ সংবাদদাতা, কালের আলো : 

৩৩ পদাতিক ডিভিশনের জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) হিসেবে সফলতার স্বাক্ষর রাখার পর ১০ পদাতিক ডিভিশনের জিওসি এবং কক্সবাজারের এরিয়া কমান্ডার হিসেবেও নিজের যোগ্যতার পরিচয় দিয়েছেন মেজর জেনারেল আহমেদ তাবরেজ শামস চৌধুরী। 

এই দুই তারকা জেনারেলের হাতেই এবার প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) নেতৃত্ব তুলে দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ডিজিএফআই’র ডিজি হিসেবে আহমেদ তাবরেজ শামসের নিয়োগকে সততা, যোগ্যতা এবং নিজ বাহিনীতে তার গ্রহণযোগ্যতার পুরস্কার হিসেবেই দেখা হচ্ছে। 

নতুন দায়িত্বে তিনি হবেন পদোন্নতিপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মো. সাইফুল আলমের উত্তরসূরি।

ডিজিএফআই ডিজির অত্যন্ত গুরুত্বপূর্ণ এ পদটিতে সাধারণত সরকারের ঘনিষ্ঠ ব্যক্তিদেরই পদায়ন করা হয়। সরকারপ্রধান নিজেই এই পদটিতে যোগ্য ব্যক্তিকেই মনোনীত করেন। এবার প্রধানমন্ত্রী গভীর আস্থা রেখেছেন ১০ পদাতিক ডিভিশনের বিদায়ী জিওসি’র ওপর। 

ঢাকা সেনানিবাসের কচুক্ষেতে ডিজিএফআই এর ১৪ তলা ভবনে গত ১৫ মাস এ পদটিতে দায়িত্ব পালন করে এখন লেফটেন্যান্ট জেনারেল হিসেবে পদোন্নতি পেয়ে সেনা সদরের কিউএমজি’র দায়িত্ব পেয়েছেন সাইফুল আলম। 

ডিজিএফআই’র নতুন ডিজিকে চিনেন এমন অনেকেই বলছেন, আহমেদ তাবরেজ শামস যখন যে দায়িত্ব পালন করেছেন সেখানেই নিজেকে পরিপূর্ণভাবেই মেলে ধরেছেন। সৎ, নিষ্ঠাবান ও দায়িত্ববান একজন সেনা কর্মকর্তা হিসেবে সশস্ত্র বাহিনীর পরিমন্ডলে তার উজ্জ্বল ভাবমূর্তি রয়েছে। 

এরই গতিধারায় ডিজিএফআই’র ডিজির এ চ্যালেঞ্জিং দায়িত্বেও তিনি দক্ষতা ও বিচক্ষণতার সর্বোচ্চ প্রমাণ রাখতে সক্ষম হবেন। 

দেশের অন্যতম বৃহৎ গোয়েন্দা সংস্থা ডিজিএফআই সাধারণত প্রতিরক্ষা বিষয়ে ও দেশের সার্বভৌমত্ব রক্ষায় গোয়েন্দা কার্যক্রম চালিয়ে থাকে। নতুন ডিজির নেতৃত্বে এ গোয়েন্দা সংস্থাটি নতুন এক উচ্চতায় পৌঁছবে। 

একই সঙ্গে অতীতের ধারাবাহিকতায় দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা, জঙ্গিবাদ, সন্ত্রাস আর অপশক্তি নির্মূলের মতো কঠিন সব লক্ষ্য পূরণে আরও উজ্জীবিত হয়েই দেশমাতৃকার জন্য কাজ করে যাবে এ গোয়েন্দা সংস্থাটি- এমন প্রত্যাশা সবার। 

কালের আলো/ এমএ/এসআর