নতুন দায়িত্বে গৌরবময় অভিযাত্রা লেফটেন্যান্ট জেনারেল সাইফুল আলমের

প্রকাশিতঃ 5:10 pm | July 05, 2021

বিশেষ সংবাদদাতা, কালের আলো :

একজন নির্মোহ স্বপ্নচারী কিন্তু একেবারেই প্রচার বিমুখ। স্বাচ্ছন্দ্যবোধ করেন প্রচারণার আলো থেকে দূরে থাকতে। কাজ করেন নীরবে-নিভৃতে। জীবন-কর্মে দৃঢ়চেতা। মেধা, শ্রম, শিক্ষা ও সততায় বিনির্মাণ করেছেন নিজেকে। যেখানে হাত দিয়েছেন সেখানেই সাফল্য পেয়েছেন। মাত্র এক বছর ৫ মাসে প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরকে (ডিজিএফআই) অনন্য এক উচ্চতায় দাঁড় করিয়েছেন।

আলোকময় স্বর্ণালি সেই অধ্যায়ের মধুর এক সমাপ্তি। শুরু হলো গৌরবময় নতুন এক অভিযাত্রা। কর্মের দ্যুতিতে মেজর জেনারেল থেকে লেফটেন্যান্ট জেনারেল হিসেবে পদোন্নতি দিয়ে মো.সাইফুল আলমকে সেনা সদরের কোয়ার্টার মাস্টার জেনারেলের (কিউএমজি) দায়িত্ব দেওয়া হয়েছে।

সেনাপ্রধান হিসেবে অভিষিক্ত হওয়ার আগে এ পদটিতেই কর্মগুণে আলো ছড়িয়ে গেছেন জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ। সেই অর্থে কিউএমজি হিসেবে জেনারেল শফিউদ্দিনের উত্তরসূরী হওয়া নি:সন্দেহে সৌভাগ্যেরও।

২০২০ সালের ফেব্রুয়ারিতে ডিজিএফআইয়ের ডিজির দায়িত্ব গ্রহণ করেছিলেন বর্তমান লেফটেন্যান্ট জেনারেল মো.সাইফুল আলম। এর আগে তিনি বগুড়ায় সেনাবাহিনীর একাদশ পদাতিক ডিভিশনের নেতৃত্ব দিয়েছেন। তাঁর নেতৃত্বেই যাত্রা শুরু হয়েছিল ৭ পদাতিক ডিভিশনের। তিনি এ ডিভিশনের প্রতিষ্ঠাতা জিওসি এবং বরিশালের এরিয়া কমান্ডারও ছিলেন।

বাংলাদেশ মিলিটারি অ্যাকাডেমির চতুর্দশ লং কোর্সের ক্যাডেট হিসেবে সেনাবাহিনীতে কমিশন পাওয়া সাইফুল আলম ‘সোর্ড অব অনার’ ও ‘একাডেমিক গোল্ড মেডেল’ বিজয়ী।

মহান জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পুণ্যভূমি গোপালগঞ্জের সদর উপজেলার কাঠি ইউনিয়নের সুলতানপুর মানিকহার গ্রামে বাড়ি প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) বিদায়ী ডিজি মো.সাইফুল আলমের। তাঁর বাবা বীর মুক্তিযোদ্ধা এ কে এম রফিকুল আলম ছিলেন বঙ্গবন্ধুর স্নেহধন্য।

একবাক্যে সবাই বলছেন, যোগ্য ব্যক্তিকেই যোগ্য স্থানে পদায়ন করা হয়েছে। এটি প্রধানমন্ত্রী শেখ হাসিনার আরও একটি বিচক্ষণ সিদ্ধান্ত। নিজের মেধা, পেশাদারিত্ব, যোগ্যতা ও দক্ষতার সমন্বয়ে নতুন দায়িত্বেও সফল হবেন লেফটেন্যান্ট জেনারেল সাইফুল আলম, এমন দৃঢ় বিশ্বাস তাঁর কাছের থেকে দূরের সবারই।

কালের আলো/জিকেএম/এমকে