পরিসংখ্যানে ব্রাজিল-পেরু ম্যাচ

প্রকাশিতঃ 11:38 pm | July 05, 2021

স্পোর্টস ডেস্ক, কালের আলোঃ

কোপা আমেরিকার প্রথম সেমিফাইনালে মঙ্গলবার (৬ জুলাই) ভোরে মাঠে নামছে ব্রাজিল ও পেরু।

প্রতিযোগিতার প্রথম ম্যাচে পেরুর জালে ৪ গোল দিয়েছিল ব্রাজিল। তাইতো ব্রাজিল সমর্থকরা আশাবাদী প্রি ফাইনালের ম্যাচেও দুর্দান্ত ব্রাজিলকে দেখা যাবে সবুজের গালিচায়।

তবে ম্যাচটা যখন সেমিফাইনাল তখন পেরু কী সহজেই ছাড় দেবে? মোটেও না। তুমুল প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ ম্যাচ হবে এমনটা আভাস পাওয়া যাচ্ছে।

অতীত পরিসংখ্যান বলছে, ব্রাজিল-পেরু এ পর্যন্ত মোট ৪৯ বার মুখোমুখি হয়েছে। এতে ৩৫ বারই জিতেছে ব্রাজিল। অন্যদিকে পেরুর জয় মাত্র ৫টিতে। বাকি ৯টি ম্যাচ ড্র হয়েছে।

চলতি কোপা আমেরিকাতেও দেখা হয়েছে দুদলের। সেই লড়াই ৪-০ গোলে জিতেছিল ব্রাজিল। মঙ্গলবার ভোরের ম্যাচেও তাই ফেভারিট হিসেবেই মাঠে নামবে সেলেসাওরা।

এই ম্যাচে ব্রাজিলের অ্যাতলেটিকো মাদ্রিদ ডিফেন্ডার ফিলিপকে নিয়ে শঙ্কা রয়েছে। হাঁটুর ইনজুরিতে রয়েছেন তিনি। এছাড়াও লাল কার্ড খাওয়ার কারণে সেমিতে দেখা যাবে না গাব্রিয়েল জেসুসকে।

কালের আলো/টিআরকে/এসআইএল