বিভাগীয় ৩ শহরে সমাবেশ করবে ১৪ দল

প্রকাশিতঃ 6:41 pm | September 29, 2018

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:

নির্বাচনী জনসংযোগের অংশ হিসেবে অক্টোবরে দেশের তিন বিভাগীয় শহর ও এক জেলায় মহাসমাবেশের ঘোষণা দিয়েছে আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলীয় জোট।

মহানগর নাট্যমঞ্চে ১৪ দল আয়োজিত সমাবেশে এ কর্মসূচি ঘোষণা করেন ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম।

নাসিম জানান, আগামী ৯ অক্টোবর রাজশাহী, ১৩ অক্টোবর খুলনায়, ১০ অক্টোবর নাটোরে সমাবেশ করবে ১৪ দল। এছাড়া অক্টোবরে নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুমতি নিয়ে ঢাকায় সমাবেশ করবে ১৪ দল।

এর আগে শনিবার বিকেলে মহানগর নাট্যমঞ্চের ১৪ দলের আয়োজনে সমাবেশ শুরু হয়। ‘বিএনপি’র অব্যাহত মিথ্যাচার ও ষড়যন্ত্রের বিরুদ্ধে’ এ সমাবেশের ডাক দেয় ক্ষমতাসীন জোটটি।

সমাবেশটি পরিচালনা করেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং ঢাকা মহানগর ১৪ দলের সমন্বয়ক শাহে আলম মুরাদ।

নির্বাচন সামনে রেখে সরকারবিরোধী নানামুখী ষড়যন্ত্র মোকাবিলায় দেশবাসীকে সজাগ ও সতর্ক রাখতে জাতীয় নির্বাচন পর্যন্ত মাঠ দখলে রাখার ঘোষণা দিয়েছে ১৪ দলের নেতারা। এ লক্ষ্যে আজকের বিশাল কর্মী সমাবেশ থেকে যে কোনো চক্রান্ত জনগণকে সঙ্গে নিয়ে প্রতিহত করার অংশ হিসেবে সরকারবিরোধী চক্রান্ত ও ষড়যন্ত্রকারী গোষ্ঠীরর উদ্দেশে বিশেষ বার্তা দেবে ক্ষমতাসীন জোটের কেন্দ্রীয় নেতারা।

জোটের মুখপাত্র মোহাম্মদ নাসিম বলেন, ‘চক্রান্তকারীরা চক্রান্ত শুরু করেছে। এখন ঘরে বসে থাকার সময় নয়। সকল ষড়যন্ত্র রুখে দিতে মুক্তিযুদ্ধের পক্ষের সকল শক্তিকে ঐক্যবদ্ধ থাকতে হবে।’

কালের আলো/এমএইচ