আর্জেন্টিনার পতাকা টাঙাতে গিয়ে প্রাণ গেল যুবকের
প্রকাশিতঃ 9:53 pm | July 07, 2021

কালের আলো সংবাদদাতাঃ
গাইবান্ধার সাদুল্লাপুরে বাসার ছাদে আর্জেন্টিনার পতাকা টাঙাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বপন মণ্ডল (৩৫) নামেরএক যুবকের মৃত্যু হয়েছে।
বুধবার (৭ জুলাই) দুপুরে সাদুল্লাপুর উপজেলার জামালপুর ইউনিয়নের খোর্দ্দরসুলপুর মোংলা বন্দরে এ দুর্ঘটনা ঘটে। তিনি একই গ্রামের নওশা মণ্ডলের ছেলে।
নিহতের পরিবার ও স্থানীয় সূত্র জানায়, আর্জেন্টিনার ফুটবল ভক্ত ছিলেন স্বপন মিয়া। চলমান কোপা আমেরিকা টুর্নামেন্ট উপলক্ষে তার বাসার ছাদে উঠে পতাকা টাঙাচ্ছিলেন। এসময় ৩৩ ভোল্টের বৈদ্যুতিক তারের বিদ্যুৎস্পর্শে ছিটকে মাটিতে পড়ে জ্ঞান হারান। পরে উদ্ধার করে সাদুল্লাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে স্বপন মণ্ডল মারা যান।
ঘটনার সত্যতা নিশ্চিত করে জামালপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান নুরুজ্জামান মণ্ডল বলেন, এমন ঘটনা খুবই দুঃখজনক। ভবিষ্যতে এমন দুর্ঘটনায় যাতে কারো মৃত্যু না হয়, সেজন্য সবাইকে সচেতন থাকতে হবে।
সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুদ রানা জানান, ঘটনাটি লোকমুখে শুনেছেন। তবে এ ঘটনায় কেউ কোনো লিখিত অভিযোগ করেননি।
কালের আলো/টিআরকে/এসআইএল