ময়মনসিংহ মেডিকেলে করোনায় একদিনে সর্বোচ্চ ১৭ জনের মৃত্যু

প্রকাশিতঃ 1:28 pm | July 08, 2021

নিজস্ব সংবাদদাতা, কালের আলোঃ

ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে গত একদিনে করোনায় আক্রান্ত হয়ে ৫ জন এবং উপসর্গে ১২ জনসহ মোট ১৭ জন মারা গেছেন।

বুধবার (৭ জুলাই) সকাল ৮টা থেকে বৃহস্পতিবার (জুলাই) সকাল ৮টা পর্যন্ত মমেক হাসপাতালের করোনা ইউনিটে তাদের মৃত্যু হয়।

বৃহস্পতিবার (৯ জুলাই) মমেক হাসপাতালের করোনা ইউনিটের ফোকালপারসন ডা. মহিউদ্দিন খান মুন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় নতুন করে ৫৫ জন ভর্তিসহ করোনার চিকিৎসা নিচ্ছেন ৩৭১ জন। এরমধ্যে আইসিইউতে আছেন ২১ জন। জেলায় ২৪ ঘণ্টায় ৬৪৫ টি নমুনা পরীক্ষায় আরও ২৩৬ জনের করোনা পজিটিভ হয়েছে। আক্রান্তের হার ৩৬.৫৯ শতাংশ।

করোনা আক্রান্তে মৃতদের মধ্যে ময়মনসিংহের ২ জন, শেরপুরের ২ জন ও নেত্রকোনার ১ জন এবং উপসর্গ নিয়ে মৃতদের মধ্যে ময়মনসিংহের ৪ জন, শেরপুরের ৩ জন, জামালপুরের ৩ জন ও নেত্রকোনার ২ জন রয়েছে।

কালের আলো/আরএস/এমএইচএস