তিস্তার পানি বিপৎসীমার ওপরে, খুলে দেয়া হয়েছে সবকটি গেট
প্রকাশিতঃ 11:44 am | July 09, 2021

কালের আলো সংবাদদাতাঃ
লালমনিরহাটের হাতীবান্ধায় অবস্থিত দেশের সর্ববৃহৎ সেচ প্রকল্প তিস্তা ব্যারাজ পয়েন্টে নদীর পানি বিপৎসীমার ২০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে আকস্মিক বন্যার আশঙ্কা করছে নদী তীরবর্তী মানুষ ও পানি উন্নয়ন বোর্ড।
বৃহস্পতিবার (৮ জুলাই) বিকেল থেকে তিস্তার পানি হুহু করে বৃদ্ধি পাওয়ায় তিস্তার চর অঞ্চলে বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। পাশাপাশি চরাঞ্চলগুলোতে ঘরবাড়ি ছেড়ে উঁচু স্থানে আশ্রয় নিয়েছেন বাসিন্দারা। ব্যারাজ রক্ষায় সবকটি গেট খুলে দেয়া হয়েছে।
জানা গেছে, বৃহস্পতিবার সকাল থেকে বাড়তে থাকা পানি বিকালে বিপৎসীমার ছয় সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়। আর রাত ৯টায় তিস্তার পানি বিপৎসীমার ২০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। এতে ব্যারাজের ৪৪টি জলকপাটের সবগুলো খুলে রাখা হয়। ভারতের গজলডোবা ব্যারাজেরও সবগুলো জলকপাট খোলা রয়েছে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড।
এদিকে, রাতে ব্যারাজ এলাকা পরিদর্শন করেছেন লালমনিরহাট জেলা প্রশাসক মো. আবু জাফর।
ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আব্দুল্লাহ আল মামুন বলেন, ভারত থেকে আসা পানির ঢলে নদীর পানি বৃদ্ধি পেয়েছে। বর্তমানে বিপৎসীমার ২০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে তিস্তার পানি।
কালের আলো/আরএস/এমএইচএস