ফেরিতে যাত্রীবাহী যানবাহন ও যাত্রী পারাপার বন্ধ: বিআইডব্লিউটিসি

প্রকাশিতঃ 2:56 pm | July 09, 2021

কালের আলো সংবাদদাতাঃ

ফেরিতে জরুরি পণ্যবাহী গাড়ি ও অ্যাম্বুলেন্স ছাড়া সব ধরনের যাত্রীবাহী গাড়ি ও সাধারণ যাত্রী পারাপার বন্ধ রাখার জন্য নির্দেশনা জারি করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি)।

শুক্রবার ( ৯ জুলাই) বিআইডব্লিউটিসির চেয়ারম্যান মো. তাজুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

নৌ পরিবহন মন্ত্রণালয়ের সিনিয়র জনসংযোগ কর্মকর্তা জাহাঙ্গীর আলম খান বলেন, এ বিষয়ে বিআইডব্লিউটিসি নির্দেশনা জারি করেছে।শুক্রবার সকাল থেকে এ নির্দেশনা বাস্তবায়নের কথা রয়েছে।

বিআইডব্লিউটিসির নির্দেশনায় বলা হয়, আজ থেকে ফেরিতে যাত্রীবাহী সকল ধরনের গাড়ি ও যাত্রী পরিবহন বন্ধ থাকবে। কঠোর স্বাস্থ্যবিধি মেনে শুধু জরুরি পণ্যবাহী গাড়ি ও অ্যাম্বুলেন্স পারাপার করা হবে।

কালের আলো/আরএস/এমএইচএস