সিন্দুকছড়িতে সেনা অভিযানে অস্ত্রসহ ৪ ইউপিডিএফ সন্ত্রাসী আটক

প্রকাশিতঃ 5:30 pm | July 09, 2021

নিজস্ব সংবাদদাতা, কালের আলো:

খাগড়াছড়ির সিন্দুকছড়িতে অস্ত্রসহ ৪ ইউপিডিএফ (প্রসীত) সদস্যকে আটক করেছে সেনাবাহিনী। আটককৃতরা হলেন- দুর্জয় চাকমা, অংথই মারমা, কংচাই মারমা, চাইলা মারমা।

শুক্রবার (৯ জুলাই) গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সেনাবাহিনীর একটি টহল দল ছনখোলা পাড়া, সিন্দুকছড়ি এলাকায় অভিযান চালিয়ে এসব সন্ত্রাসীকে অস্ত্রসহ আটক করে।

সেনা সূত্র জানায়, ইউপিডিএফ (প্রসীত) দলের সন্ত্রাসীরা অস্ত্র দেখিয়ে স্থানীয়দের কাছ থেকে চাঁদা উত্তোলন করছে এমন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনীর একটি টহল দল ঘটনাস্থলে পৌঁছলে সন্ত্রাসীরা সেনাবাহিনীর টহল দল কে লক্ষ্য করে গুলি বর্ষণ করে।

এ সময় সেনাবাহিনী টহল দল সন্ত্রাসীদের গুলির পাল্টা জবাব দেয় এবং কৌশলে চারজন ইউপিডিএফ (প্রসীত) সন্ত্রাসীকে দুইটি আগ্নেয়াস্ত্র, ৬টি মোবাইল ফোন, নগদ টাকা এবং চাঁদা আদায়ের বিপুল সংখ্যক রশিদসহ হাতেনাতে গ্রেপ্তার করে।

পার্বত্য চট্টগ্রামের নিরাপত্তা পরিস্থিতি স্থিতিশীল রাখার লক্ষ্যে সেনাবাহিনীর এরূপ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে সেনাবাহিনী।

গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চত করেছেন। তিনি জানিয়েছেন, এ ঘটনায় থানায় মামলার প্রস্তুুতি চলছে।

কালের আলো/এমএইচ/এসবি