ব্রাহ্মণবাড়িয়ায় ব্রাজিল-আর্জেন্টিনার সমর্থকদের সংঘর্ষ বিশ্ব মিডিয়ায়

প্রকাশিতঃ 6:45 pm | July 09, 2021

স্পোর্টস ডেস্ক, কালের আলো:

ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচ মানেই রোমাঞ্চকর লড়াই। অবশ্য এই লড়াই থেকে কেবল রোমাঞ্চই নয়, বারুদের গন্ধও ছড়ায়। নিজের পছন্দের দলকে সেরা প্রমাণ করতে তর্ক, সমালোচনা থেকে শুরু করে হানাহানি পর্যন্ত হয়ে যায়।

ব্রাজিল-আর্জেন্টিনার ফাইনাল সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ার কথা কাটাকাটি থেকে সংঘর্ষে জড়িয়েছে এলাকাবাসী। ব্রাজিল-আর্জেন্টিনার সমর্থকদের সংঘর্ষে বেশ কয়েকজন আহত হয়েছে। ব্রাহ্মণবাড়িয়ার এমন সংবাদ শুধু দেশের সীমানার মধ্যেই সীমাবদ্ধ থাকেনি। বিশ্বের অনেক সংবাদমাধ্যম তা ফলাও করে ছেপেছে।

চলমান কোপা আমেরিকায় সেই বিষয়টি সুস্পষ্ট। বাংলাদেশে ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচ মানেই উন্মাদনা। দুই দলের সমর্থকদের মধ্যে কথাকাটাকাটি স্বাভাবিক ব্যাপার। তবে মাঝেমধ্যে ঘটে অনাকাঙ্ক্ষিত ঘটনা।

কোপা আমেরিকার ফাইনালে ব্রাজিল-আর্জেন্টিনা মুখোমুখি হওয়া নিয়ে সম্প্রতি কয়েকটি সংঘর্ষের ঘটনা ঘটেছে ব্রাহ্মণবাড়িয়া জেলায়। যেখানে ৩ আর্জেন্টিনা সমর্থককে ব্রাজিলভক্তরা বেদম পিটিয়ে আহত করার ঘটনা ঘটেছে।

এএফপির খবর অনুযায়ী, ব্রাজিল-আর্জেন্টিনা ফাইনাল নিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন করা হয়েছে। ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ এমরানুল ইসলাম এএফপিকে বলেছেন, ‘ ব্রাজিল-আর্জেন্টিনার মধ্যে কোন দেশ ভালো খেলে, তা নিয়ে তর্কে হাতাহাতি হয় দুটি ছেলের মধ্যে। এরপর তাতে আরও কয়েকজন যোগ দেয়। তাই, ফাইনাল নিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক রয়েছে বলে জানিয়েছেন সদর থানার এই ভারপ্রাপ্ত কর্মকর্তা।’

এমরানুল ইসলাম এএফপিকে বলেন, ‘আমরা গ্রামবাসীকে বলেছি তাঁরা বড় পর্দায় এ ম্যাচ দেখতে পারবেন না। ফাইনালের সময় গ্রামবাসী একসঙ্গে খেলা দেখতে নিষেধ করা হয়েছে।’

এএফপির এই খবর আর্জেন্টিনার একমাত্র ইংরেজি ভাষার সংবাদমাধ্যম ‘বুয়েনস এইরেস টাইমস’ খুব গুরুত্ব দিয়ে প্রকাশ করেছে। এ ছাড়া ফ্রান্সের রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যম ‘ফ্রান্স ২৪’-এর অনলাইন প্রকাশ করা হয়েছে। মিশরের আল-আরহামও প্রকাশ করেছে।

কালের আলো/টিআরকে/এসআইএল