ইসরায়েলি বাহিনীর গুলিতে ৩৭৯ ফিলিস্তিনি আহত

প্রকাশিতঃ 12:52 pm | July 10, 2021

আন্তর্জাতিক ডেস্ক, কালের আলোঃ

ফিলিস্তিনে অবৈধ নিরাপত্তা চৌকির বিরুদ্ধে বিক্ষোভের সময় ইসরায়েলি নিরাপত্তা বাহিনীর নির্বিচারে গুলিবর্ষণে ৩৭০ জনের বেশি ফিলিস্তিনি নাগরিক আহত হয়েছেন। এরমধ্যে ৩১ জন দখলদার বাহিনীর ছোঁড়া তাজা গুলিতে আহত হয়েছেন।

শুক্রবার (৯ জুলাই) জুমার নামাজের পর পশ্চিম তীরের বেইতা শহরে মিছিলে বের করেন ফিলিস্তিনিরা। এদিন অনেকেই আন্দোলনে যোগ দেয়। তারা গাড়ির টায়ারে আগুন ধরিয়ে ইসরায়েল বিরোধী স্লোগান দেয়। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, পশ্চিমতীরের নাবলুসের কাছে বেইতা শহরে ইসরায়েলের অবৈধ নিরাপত্তা চৌকির বিরুদ্ধে বিক্ষোভে করেন ফিলিস্তিনি জনগণ। এ সময় তাদের ওপর ড্রোনের মাধ্যমে টিয়ার গ্যাস নিক্ষেপ করে ইসরায়েলি বাহিনী।

স্থানীয় গণমাধ্যমগুলো জানিয়েছে, বিক্ষোভের সময় টায়ারে আগুন ধরিয়ে দেয় আন্দোলনকারীরা এবং ইসরায়েলি বাহিনীকে লক্ষ্য করে পাথর নিক্ষেপ করে।

প্রত্যক্ষদর্শীরা জানান, পশ্চিমতীরের বেইতা শহরে জুমার নামাজের পর বিক্ষোভ শুরু হয়। এ সময় ফিলিস্তিনিদের লক্ষ্য করে গুলি ও রাবারে মোড়ানো স্টিল বুলেট নিক্ষেপ করে ইসরায়েলি সেনারা।

ফিলিস্তিনি রেড ক্রিসেন্ট জানিয়েছে, গুলিবর্ষণের ঘটনায় ৩৭৯ জন ফিলিস্তিনি আহত হয়েছেন। এদের মধ্যে গুলিতে আহত হয়েছেন ৩১ জন। একই চিত্র দেখা গেছে কাফর কাদুম ও বেইত দাজনে শহরেও।

কালের আলো/আরএস/এমএইচএস